জার্মানির নজরকাড়া সব পর্বতশ্রেণী
পর্বতপ্রেমীদের জন্য প্রকৃতি জার্মানিকে সাজিয়েছে অকৃপণ হাতে৷ কোথাও পাথুরে পর্বত, কোথাও হ্রদ, কোথাওবা শান্ত বনভূমির সৌন্দর্য্য উপভোগ করতে আপনার দক্ষ পর্বতারোহী হওয়ারও প্রয়োজন নেই৷
টয়েটোবুর্গ বনের ভাস্কর্য
উচ্চতার দিক থেকে এটি হয়ত ততটা আকর্ষণীয় নয়, যার সর্বোচ্চ শৃঙ্গ মাত্র ৪৬৮ মিটার বা ১৫৩৫ ফুট উঁচু৷ তবে এই বনকে আলাদা করেছে হেরমান সৌধ, একসময় যা ছিল পশ্চিমা দুনিয়ার সবচেয়ে উঁচু ভাস্কর্য৷ সেই সঙ্গে পর্বতারোহীদের কাছে এর আকর্ষণ মূলত বিশেষ পাথুরে কাঠামোর জন্য৷
হার্ৎস পর্বতমালার জলাধার
উচ্চতা প্রেমীদের জন্য হার্ৎস পর্বতমালা এক আকর্ষণীয় গন্তব্য৷ এর সর্বোচ্চ শৃঙ্গ ব্রোকেন ১১৪১ মিটার বা ৩৭৪৩ ফুট উঁচু৷ পাহাড় বেয়ে পৌঁছাতে না চাইলে সেখানে যেতে পারেন ব্রোকেনবান বাষ্পীয় ট্রেনে চেপে৷ গ্রীষ্মে দর্শণার্থীরা বিশ্বের অন্যতম দীর্ঘ দড়িটানা পদচারী সেতু পেরুতে পারেন এখানে৷ তার উপর থেকে দেখতে পারেন জার্মানির সবচেয়ে উঁচু জলাধার রাপবোডে বাঁধ৷
আইফেলের পার্বত্য সৌন্দর্য্য
জার্মানির দূর পশ্চিমে দেখা মিলবে আইফেল পর্বতমালার৷ এর সর্বোচ্চ শৃঙ্গ ৭৫০ মিটার বা ২৪৬০ ফুট ৷ ১০৫০ ফুট উঁচুতে এলৎজ দুর্গ পর্যটকদের প্রধান গন্তব্য৷ দিনে পার্বত্য প্রকৃতি, দুর্গ আর রাতের খোলা আকাশে তারার মেলা দেখার জন্য জায়গাটি অনন্য৷
থুরিঙ্গিয়ান বনের দুর্গ
জার্মানির পূর্বাঞ্চলের থুরিঙ্গিয়ান বনে রয়েছে বিখ্যাত ভার্টবুর্গ দুর্গ, যেখানে একসময় আশ্রয় নিয়েছিলেন প্রটেস্ট্যান্ট সংস্কারক মার্টিন লুথার৷ এর অবস্থান ৪১১ মিটার বা ১৩৪৮ ফুট উপরে৷ শুধু এটিই নয় এই বনাঞ্চলে রয়েছে বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় আরো অনেক দুর্গ আর দৃষ্টিনন্দন জায়গা৷ এ অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গটি ৯৮২ মিটার বা ৩২২১ ফুট উঁচু৷
ওরে পর্বতমালার বরফ
জার্মান-চেক সীমান্তজুড়ে বিস্তৃত ওরে পর্বতমালা৷ বরফে আচ্ছাদিত এর শুভ্র সৌন্দর্যের দেখা পেতে যেতে পারেন শীতকালে৷ এখানকার গ্রামের বাসিন্দাদের হাতে তৈরি অলঙ্কারও বেশ আকর্ষণীয়৷ স্কি থেকে শুরু করে রূপকথার ট্রেনে ভ্রমণ; দর্শণার্থীদের মন যোগাতে ওরে পর্বতমালায় রয়েছে অনেক কিছু৷ স্যাক্সনিতে অবস্থিত ১২১৫ মিটার উচ্চতার ফিশটেলব্যার্গ এখানকার সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ৷
বাভারিয়ার শান্ত বনাঞ্চল
চারপাশে শান্ত পাহাড়ঘেরা হ্রদ এবেনরয়েথ৷ সেখানে সাঁতার কেটে, মাছ ধরে আর বাভারিয়ার বনভূমির সৌন্দর্য উপভোগ করে কাটিয়ে দিতে পারেন সময়৷ আছে সর্বোচ্চ পর্বত গ্রোসে আর্বার বা বৃহৎ আর্বর, যার উচ্চতা ১৪৫৫ মিটার বা ৪৭৭৩ ফুট৷ এটি জার্মানির দ্বিতীয় সর্বোচ্চ পর্বত৷
সবচেয়ে উঁচু পর্বত
জার্মানির একেবারে উত্তরে দেখা মিলবে আল্পসের৷ এখানেই আছে সর্বোচ্চ শৃঙ্গ সুগস্পিৎজে৷ অস্ট্রিয়া-জার্মানির মধ্যবর্তী এই পর্বতশৃঙ্গটি ২৯৬২ মিটার বা ৯৭১৭ ফুট উঁচু৷ তবে তিনটি ক্যাবল কার আপনাকে পৌঁছে দিবে একেবারে উঁচুতে৷ দুইটি ইস্পাতের পদচারী সেতুতে দাঁড়িয়ে উপভোগ করতে পারেন নীচের ভয়ংকর সৌন্দর্য্য৷