জার্মানির চিড়িয়াখানার ছোট্ট-মিষ্টি আকর্ষণ
জার্মানির কয়েকটি চিড়িয়াখানায় থাকা পশুদের বাচ্চা দর্শকদের আকর্ষণের বিষয় হয়ে উঠেছে৷ ছবিঘরে সেইসব শিশুদের ভীষণ মিষ্টি কিছু মুহূর্ত তুলে ধরা হলো, যা সত্যিই আপনার হৃদয় স্পর্শ করবে৷
চিকি রিকি
বার্লিন চিড়িয়াখানার নতুন সংযোজন শিশু ওরাংওটাং রিকি৷ ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার রেইন ফরেস্টে কেবল এদের দেখতে পাওয়া যায়৷ পাম তেলের জন্য এই অরণ্য ধ্বংস করায় এই প্রজাতি ক্রমেই বিলুপ্তির দিকে এগিয়ে যাচ্ছে৷
কৌতূহলী টাপির
সমতল ভূমিতে বাস করা এই টাপিরটি ভীষণ কৌতূহলী, যেটি ব্রাজিলিয়ান টাপির নামেও পরিচিত৷ মাগডেবুর্গ চিড়িয়াখানায় এক আলোকচিত্রী যখন ছবি তুলছিলেন তখন সে লেন্সে খোঁচা মেরে দেখছে জিনিসটা কি? এই টাপিরের বয়স মাত্র দুই সপ্তাহ৷
দেবদারু গাছে লোমশ বন্ধু
ড্রেসডেন চিড়িয়াখানায় চারটি লাল পান্ডা শিশু জন্ম নিয়েছে৷ এরা দেখতে অনেকটা রেকুনের মত হলেও স্বভাব জায়ান্ট পান্ডাদের মত৷ তাদের গায়ের রঙ দেবদারু গাছের সাথে এমনভাবে মিশে যায় যে, ভালো করে লক্ষ্য না করলে বোঝা যায় না এরা সেখানে আছে৷
মাত্র আধা কিলো!
শিশু মেয়ে কোয়ালাটির ওজন ৫৮০ গ্রাম৷ ডুইসবুর্গ চিড়িয়াখানায় ৬ মাস আগে জন্ম হয়েছে তার৷
মা-সন্তানের সম্পর্ক
মা ডোনার সঙ্গে সময় কাটাচ্ছে তিন মাস বয়সি শিশু সিল মাছ বাড৷ কণ্ঠের মাধ্যমে সিল মাছেরা তাদের মাকে চেনে৷ হানোফার চিড়িয়াখানা তাই মা-মেয়ের কলরবে মুখর৷
খেয়ে নাও!
মিউনিখের হেলাব্রুন চিড়িয়াখানায় জন্মেছে বানর প্রজাতির এই শিশুটি, যার নাম পিন্টো৷ তার মা ফলের খোসা ছাড়িয়ে তাকে খাওয়াচ্ছে৷ ‘ড্রিল’ নামের এই প্রজাতিটি বিলুপ্তির পথে৷ তাই শিশু পিন্টোর বেশ কদর এই চিড়িয়াখানায়৷
যেন স্বর্গ থেকে আসা!
হাতি যশোদা তার ছোট্ট মেয়েটিকে নিয়ে হামবুর্গ চিড়িয়াখানায় হাঁটছে৷ এটি তার পঞ্চম সন্তান৷ হামবুর্গের নগরবাসীর ভোটে তার নাম ঠিক হয়েছে অঞ্জলি, যার মানে ঈশ্বরের দান৷
মা আমায় আদর করো!
ছোট্ট কায়া সিন্ধুঘোটকের জন্ম ভুপার্টাল চিড়িয়াখানায়৷ নবজাতকরা জন্মেই সাঁতার কাটতে পারে না, অভ্যাসের দরকার৷ তারপরও ছোট্ট এই সিন্ধুঘোটক কন্যা তার কসরতের মাধ্যমে পর্যটকদের মনোরঞ্জন করছে৷
জায়ান্ট অ্যান্ট ইটার
জায়ান্ট অ্যান্ট ইটার বা পিপঁড়ে খেকো ফ্লাফিও’র জন্ম নির্ধারিত সময়ের তিন সপ্তাহ আগে৷ বিশ্বের বিভিন্ন চিড়িয়াখানা জায়ান্ট অ্যান্ট ইটারদের প্রজননে ব্যর্থ হয়েছে, তাই ফ্লাফিও’র জন্ম অনেক মাহাত্ম্যপূর্ণ৷
সেরা মা!
মা কুটু’র পেটের নীচেই বেশিরভাগ সময় কাটে বেবি বোনোবো’র৷ ফ্রাংকফুর্ট চিড়িয়াখানায় গেলে ১৭ সদস্যের বোনোবো’দের দল চোখে পড়বে, যারা নিয়মিত মা আর শিশুটিকে দেখতে আসে৷