জার্মানির কাছে ক্ষতিপূরণ দাবি
২ নভেম্বর ২০১৮জার্মানি বলছে, তারা বিষয়টি ইতোমধ্যে মিটমাট করে ফেলেছে, কিন্তু পোলিশ পার্লামেন্টারি তদন্ত কমিটি বলছে অন্য কথা৷
গত একবছর ধরে বিষয়টি নিয়ে উত্তজনা ছড়াচ্ছে পোল্যান্ড৷ দেশটির ক্ষমতাসীন ন্যাশনাল-কনজারভেটিভ ল অ্যান্ড জাস্টিস পার্টি আবারও বলছে, জার্মানির উচিত পোল্যান্ডকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষতিপূরণ দেয়া৷ শুক্রবার ওয়ারশ’-তে ম্যার্কেলের সফরের সময় বিষয়টি নিয়ে আলোচনা হবে এটা নিশ্চিত৷
জার্মান পত্রিকা বিল্ড আম সোনটাগ'কে দেয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি পোলিশ প্রেসিডেন্ট আনজেই ডুডা বলেছেন, তাঁদের পার্লামেন্টারি তদন্ত কমিটি অনুসন্ধান করে দেখেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির দ্বারা পোল্যান্ডের কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে৷ এতে দেখা গেছে, জার্মানি এখন পর্যন্ত যথার্থভাবে ক্ষতিপূরণ দেয়নি৷ তিনি বলেছেন, ‘‘এটা সত্য এবং দায়িত্ববোধের প্রশ্ন৷’’
জার্মান-পোলিশ সম্পর্কে টানাপোড়েন
তবে পোলিশ প্রেসিডেন্টের এই মন্তব্য জার্মানির দেয়া তথ্যের সঙ্গে সাংঘর্ষিক, কেননা, জার্মানি বলছে, পঞ্চাশের দশকে তারা পোল্যান্ডকে ক্ষতিপূরণ দিয়েছে৷ আগামী সপ্তাহে ওয়ারশ’-তে দুই দেশের প্রতিনিধিদের বৈঠকের কথা রয়েছে৷ তবে ডুডা একা নন, তার আগে যে প্রেসিডেন্ট ছিলেন, তিনিও গত বছরের জুনে বলেছিলেন, জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাঁর দেশে যে পরিমাণ গণহত্যা চালিয়েছে, সম্পদ ধ্বংস করেছে, তার যথার্থ ক্ষতিপূরণ দেয়া হয়নি৷
গত সপ্তাহে বার্লিনে জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ারের সঙ্গে বৈঠকের সময় পোলিশ প্রেসিডেন্টের সাক্ষাৎকারটি নেয়া হয়েছিল৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০ বছর পূর্তিতে যৌথ স্মৃতিচারণের উদ্দেশ্যে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ ঐ সফরে ডুডা জার্মানির কট্টরপন্থি দল এফডিএ'র ব্যাপক সমালোচনা করেছিলেন৷
এপিবি/এসিবি (এপি, এএফপি, রয়টার্স)