জার্মানির এক গ্রামে কয়লাবিরোধীদের মুখোমুখি পুলিশ
জার্মানির নর্থরাইন ওয়েস্টফালিয়া রাজ্যের ল্যুৎসেরাট গ্রামে সমবেত হওয়া কয়লাবিরোধীদের সরিয়ে দেয়ার কাজ মঙ্গলবার শুরু করেছে পুলিশ৷ গার্ৎসভাইলার উন্মুক্ত কয়লাখনির প্রসারের জন্য ল্যুৎসেরাট গ্রামটি প্রয়োজন হচ্ছে৷
সরকারি সিদ্ধান্ত
২০২১ সালের ডিসেম্বরে দায়িত্ব নেয়া জার্মানির জোট সরকার ২০৩০ সালের মধ্যে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে৷ তবে রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর জ্বালানির চাহিদা মেটাতে গার্ৎসভাইলার উন্মুক্ত কয়লাখনি প্রসারের অনুমোদন দেয় সরকার৷
পরিত্যক্ত গ্রাম
নর্থরাইন ওয়েস্টফালিয়া রাজ্যে অবস্থিত ল্যুৎসেরাট গ্রামে একসময় শখানেক বাসিন্দা থাকতেন৷ তবে পার্শ্ববর্তী গার্ৎসভাইলার উন্মুক্ত কয়লাখনির জন্য গ্রামটির প্রয়োজন হতে পারে, এই আশঙ্কায় বাসিন্দারা গ্রাম ছেড়ে চলে গেছেন৷
গ্রাম বাঁচানোর চেষ্টা
জ্বালানির চাহিদা মেটাতে সরকার জ্বালানি কোম্পানি আরডাব্লিউই-কে ল্যুৎসেরাট গ্রামে খননকাজ চালানোর অনুমোদন দিয়েছে৷ কিন্তু পরিবেশকর্মীরা ল্যুৎসেরাট গ্রাম বাঁচাতে চান৷ তাই কয়েকদিন ধরে তারা সেখানে বিক্ষোভ করেছেন৷
আদালতের রায়
গ্রাম বাঁচাতে স্থানীয় আদালতে মামলা করেছিলেন বিক্ষোভকারীরা৷ তবে সেই আবেদন সোমবার খারিজ করে দেন আদালত৷
পুলিশের অভিযান
সোমবার পুলিশ জানিয়েছিল তারা বুধবার উচ্ছেদ অভিযান শুরু করতে পারে৷ তবে মঙ্গলবার সকালেই ব্যারিকেড সরানোর কাজ শুরু করেছে পুলিশ৷ এই সময় পরিবেশকর্মীদের সঙ্গে তাদের সংঘাত বেধে যায়৷
পাঁচটি গ্রাম বেঁচে যাবে
আরডাব্লিউই কোম্পানির সঙ্গে সরকারের চুক্তি অনুযায়ী, ল্যুৎসেরাট গ্রামে খননকাজ চালানো হলেও আরও পাঁচটি গ্রাম খননের হাত থেকে বেঁচে যাবে৷ এছাড়া কয়লাখনিটি বন্ধের সময়সীমা আট বছর এগিয়ে ২০৩০ সালে করার অঙ্গীকার করেছে আরডাব্লিউই৷