জার্মানির অস্ত্র রপ্তানি বেড়েই চলেছে
৭ জুলাই ২০১৬মঙ্গলবার জার্মানির ‘ডি ভেল্ট' পত্রিকার একটি প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালের প্রথম ছয় মাসে জার্মানির অস্ত্র রপ্তানি বেশ বেড়েছে৷ প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালের প্রথম ছয় মাসে যেখানে তিন দশমিক ৪৬ বিলিয়ন ইউরোর অস্ত্র রপ্তানি হয়েছিল, এ বছর একই সময়ে সেখানে চার দশমিক তিন বিলিয়ন ইউরোর অস্ত্র রপ্তানি করেছে জার্মানি৷
এর দু'দিন আগে ‘ডি ভেল্ট' আরেক প্রতিবেদনে জার্মানির অর্থ মন্ত্রণালয়কে উদ্ধৃত করে জানিয়েছিল, ২০১৫ সালে দেশটি আগের বছরের চেয়ে প্রায় দ্বিগুণ অস্ত্র রপ্তানি করেছে৷ জনপ্রিয় সংবাদপত্রটি আরো দাবি করে, গত বছর অস্ত্র রপ্তানিতে চলতি শতাব্দীর সর্বোচ্চ সীমা ছাড়িয়েছে জার্মানি৷
জার্মান অর্থমন্ত্রী সিগমার গাব্রিয়েল অবশ্য দাবি করেছেন, অস্ত্র রপ্তানির বিষয়ে জার্মান সরকার সতর্ক৷ তিনি এ-ও জানান, এখন যে চালানগুলো যাচ্ছে সেগুলোর অনুমোদন দিয়েছিল সাবেক সরকার৷
তবে ‘ডি ভেল্ট'-এর দেয়া তথ্য অনুযায়ী, ২০১৬ সালের প্রথমার্ধে ছয় হাজার চারশ'টি অস্ত্রের চালান অনুমোদন পেয়েছে, যার মধ্যে চার হাজার পাঁচশ'টিই ইইউ, ন্যাটো বা ন্যাটোর মিত্রদেশসংশ্লিষ্ট৷
জার্মানির জণপ্রিয় দৈনিকটি আরো জানায়, সার্বিকভাবে অস্ত্র রপ্তানি বাড়লেও চলতি বছরের প্রথম ছয় মাসে ক্ষুদ্র অস্ত্রের রপ্তানি কমেছে৷ গত বছরের প্রথম ছয় মাসে যেখানে ১৬ দশমিক ৪ মিলিয়ন ইউরোর এমন অস্ত্র রপ্তানি হয়েছিল, সেখানে এ বছর তা কমে হয়েছে ১২ দশমিক ৪ মিলিয়ন ইউরো৷
এর মধ্যে আট দশমিক দুই মিলিয়ন ইউরোর ক্ষুদ্র অস্ত্রই গিয়েছে জার্মানির রাজনৈতিক ও সামরিক মিত্র দেশ, তৃতীয় বিশ্বের অস্ত্র রপ্তানিকারক দেশ এবং ইরাকের কুর্দি শাসিত অঞ্চলে৷
এসিবি/ডিজি (রয়টার্স, এএফপি)