জার্মানিতে ২০২৩ সালে সবচেয়ে কম বিবাহবিচ্ছেদ
৩০ জুন ২০২৪২০২৩ সালে প্রায় এক লাখ ২৯ হাজার বিবাহবিচ্ছেদ হয়েছে৷ ২০২২ সালের তুলনায় সংখ্যাটি আট হাজার ৩০০ কম৷
২০২৩ সালে বিবাহবিচ্ছেদ হওয়া দম্পতির অর্ধেকের বেশি দম্পতির সন্তানেরা অপ্রাপ্তবয়স্ক ছিল৷ বিচ্ছেদ হওয়া ৪৮.৮ শতাংশ দম্পতির এক সন্তান, ৩৯.৭ দম্পতির দুই সন্তান ও ১১.৫ শতাংশ দম্পতির তিন বা তার বেশি সন্তান রয়েছে৷ প্রায় এক লাখ নয় হাজার ৬০০ অপ্রাপ্তবয়স্কের উপর তাদের বাবা-মার বিচ্ছেদের প্রভাব পড়েছে৷
২০২৩ সালে বিচ্ছেদ হওয়া দম্পতিরা গড়ে ১৪ বছর নয় মাস বৈবাহিক সম্পর্কে ছিলেন৷ আর বিচ্ছেদ হওয়া ১৭ শতাংশ দম্পতি ২৫ বা তার বেশি সময় বৈবাহিক সম্পর্কে ছিলেন৷
বিয়েও কমেছে
২০২৩ সালে জার্মানিতে তিন লাখ ৬১ হাজার বিয়ে হয়েছে, যা ১৯৫০ সালে তথ্য সংগ্রহ শুরুর পর থেকে দ্বিতীয় সর্বনিম্ন৷ ২০২১ সালে সবচেয়ে কম বিয়ে হয়েছে৷ সংখ্যাটি ছিল তিন লাখ ৫৭ হাজার ৭৮৫৷
২০২২ সালে বিয়ের সংখ্যা ছিল তিন লাখ ৯০ হাজার ৭৪৩৷
রিচার্ড কনর/জেডএইচ