1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে স্কুলে গুলিতে একজন আহত

১৯ মে ২০২২

বৃহস্পতিবার দেশটির উত্তরের শহর ব্রেমেরহাফেনের একটি স্কুলে এই ঘটনা ঘটে৷ এতে একজন আহত হয়েছেন৷ পুলিশ বলছে তারা সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করেছে৷

https://p.dw.com/p/4BWkX
পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ ছবি: U. J. Alexander/IMAGO

স্থানীয় পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, লয়েড গিমনাজিউম নামের এক মাধ্যমিক স্কুলে ঘটনাটি ঘটেছে৷ তারা জানান, সশস্ত্র ব্যক্তিকে আটক করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে৷ আহত ব্যক্তিটি স্কুলের ছাত্র নন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ছাত্ররা তাদের শিক্ষকদের সাথে শ্রেণিকক্ষে আছে৷ ঘটনাস্থলে অবস্থানরত পুলিশরা জানিয়েছে, পরিস্থিতি এখন স্বাভাবিক আছে৷

জার্মানিতে কঠোর বন্দুক আইনের কারণে স্কুলে গুলির ঘটনা তুলনামূলকভাবে বিরল৷

এএস/জেএইচ (এএফপি)