জার্মানিতে যুক্তরাষ্ট্রের সমালোচনা বেড়েছে
১৯ মে ২০২০করোনা ভাইরাসের সংক্রমণে সারা বিশ্বে এ পর্যন্ত তিন লাখ ১৮ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে৷ সবচেয়ে বড় বিপর্যয়ের মুখোমুখি এখন যুক্তরাষ্ট্র৷ ৯০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে সেখানে৷ প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পঅবশ্য এ বিষয়ে খুব বেশি কথা বলেন না৷ তার মুখে প্রায় প্রতিদিনই উঠে আসে চীন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমালোচনা৷ এভাবে ট্রাম্প নিজের দেশে জনপ্রিয়তা ধরে রাখতে পারছেন কিনা জানা না গেলেও দেশের বাইরে, বিশেষ করে জার্মানিতে যে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি খারাপ হচ্ছে তা বুঝিয়ে দিলো কান্তার পাবলিক নামের এক সংস্থার করা সমীক্ষা৷
জার্মানির অলাভজনক প্রতিষ্ঠান ক্যোর্বার ফাউন্ডেশনের জন্য এক হাজার মানুষের মধ্যে সমীক্ষা চালিয়ে তারা দেখেছে, করোনা সংকট শুরুর পর শতকরা ৭৩ ভাগ জার্মান যুক্তরাষ্ট্রের প্রতি আগের উচ্চ ধারণা হারিয়েছে৷ চীনের সমালোচকও যে নেই তা নয়৷ সমীক্ষায় অংশ নেয়াদের শতকরা ৩৬ ভাগের মনে চীন সম্পর্কে ধারণা নেতিবাচক হয়েছে৷ শতকরা ৭১ ভাগ মনে করেন, গত বছরের শেষ দিকে উহানে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পরও চীন তথ্য প্রকাশে যথেষ্ট স্বচ্ছতা দেখায়নি৷ তবে সমীক্ষায় অংশ নেয়া অন্তত ২৫ ভাগ মানুষের কাছে করোনা সংকট মোকাবেলায় চীনের পদক্ষেপ ভালো মনে হয়েছে, এর ফলে চীনের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করছেন তারা৷
তবে করোনা সংকটে যুক্তরাষ্ট্রের প্রতি জার্মানদের মনোভাব যে আগের চেয়ে অনেক বদলে গেছে তা এ সমীক্ষার ফলাফলেই স্পষ্ট৷ ২০১৯ সালের সমীক্ষায় শতকরা ৫০ ভাগ মানুষ বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে জার্মানির সম্পর্ক ঘনিষ্ঠ হওয়া উচিত৷ এবার এ কথা বলেছেন মাত্র ৩৭ ভাগ মানুষ৷
এসিবি/ কেএম (রয়টার্স, ডিপিএ)