1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে মূল্যস্ফীতি দু বছরের মধ্যে সর্বনিম্ন

৯ নভেম্বর ২০২৩

অক্টোবর মাসে জার্মানিতে মূল্যস্ফীতি এমন হারে কমেছে যা গত দু'বছরে একবারও দেখা যায়নি৷ পরিস্থিতির এ উন্নতিতে জ্বালানির মূল্যহ্রাস বড় ভূমিকা রেখেছে বলে বিশেষজ্ঞদের ধারণা৷

https://p.dw.com/p/4Ybxx
Deutschland Supermarkt Oliven-Öl
ছবি: Snowfield Photography/picture alliance

পরিস্থিতির এ উন্নতিতে জ্বালানির মূল্যহ্রাস বড় ভূমিকা রেখেছে বলে বিশেষজ্ঞদের ধারণা৷ তবে মূল্যস্ফীতি হ্রাসের হার এখনো ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাঙ্কের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারেনি৷

জার্মানির কেন্দ্রীয় পরিসংখ্যান কার্যালয় ডিস্ট্যাটিস জানিয়েছে, গত অক্টোবরে মূল্যস্ফীতি ৩.৮%-এ নেমে দেশের অর্থনীতিতে এক ধরনের সুবাতাসের ইঙ্গিত দিয়েছে৷ বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে তারা জানায়, ঠিক আগের মাস, অর্থাৎ সেপ্টেম্বরের ৪.৫% থেকে মূল্যস্ফীতিযতটা (.৭%) কমেছে ততটা ২০২১ সাল থেকে একবারও কমেনি৷ 

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর সারা বিশ্বেই জ্বালানি তেলের দাম বাড়তে থাকে৷ তবে জ্বালানির দাম এখন নিম্নমুখী৷ অক্টোবর মাসে জার্মানিতে জ্বালানির দাম ৩.২% কমেছে৷ ধারণা করা হচ্ছে, এর প্রভাবেই মুদ্রাস্ফীতি এখন নিম্নমুখী৷

অবশ্য জ্বালানির দাম কমলেও অক্টোবর মাসে জার্মানিতে বিদ্যুতের দাম ৪.৭% বেড়েছে৷ তাছাড়া মূল্যস্ফীতি কাঙ্খিত পরিবর্তনের ধারা লক্ষ্য করা গেলেও নাগরিক জীবনে অস্বস্তি কাটেনি৷ অস্বস্তির বড় কারণ এখনো নিত্যপণ্যের অগ্নিমূল্য৷ ডিস্ট্যাটিস জানিয়েছে, জার্মানিতে খাদ্যপণ্যের মূল্য এখনো ঊর্ধ্বমুখী৷ গত অক্টোবরে খাদ্যপণ্যের দাম গত বছরের (২০২২) অক্টোবরের চেয়ে ৬.১% বেশি ছিল৷প্রতিবেদনে ডিস্ট্যাটিস আরো জানায়, এটা ঠিক যে ২০২১ সালে যেখানে মূল্যস্ফীতি ৮%-এরও বেশি ছিল সেখানে গেল অক্টোবরে তা ৩.৮%-এ নেমে আসা নিঃসন্দেহে ভালো ইঙ্গিত, তবে লক্ষ্যমাত্রা থেকে তা এখনো অনেক দূরে৷ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেয়া লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে মূল্যস্ফীতি ২%-এ নামাতে হবে৷

এসিবি/ কেএম (এএফপি, ডিপিএ)