জার্মানিতে বাসা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার
১২ নভেম্বর ২০২৩৩০ ঘণ্টা ঘেরাও করে রাখার পর জার্মানির পূর্বাঞ্চলীয় ব্রান্ডেনবুর্গ রাজ্যের ফিরিটস গ্রামের একটি বাসা থেকে সন্দেহভাজন এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ৷ রোববার সকালে ওই ব্যাক্তির মৃতদেহ উদ্ধার করা হয়৷
পুলিশ জানায়, অস্ত্রধারী ওই ব্যাক্তির বাসায় এক শিশু বিপদাপন্ন একটি শিশুকল্যাণ অফিস থেকে এমন খবর পেয়ে শুক্রবার রাতে রাজধানী বার্লিন থেকে ১২০ কিলোমিটার দূরে অবস্থিত ফিরিটস গ্রামের ওই বাসাটি ঘেরাও করে পুলিশ৷ এসময় বাসাটির আশেপাশের এলাকায় যানচলাচল বন্ধ রাখা হয়৷ প্রায় ৩০ ঘণ্টা ঘেরাও করে রাখার পর এক পর্যায়ে পুলিশ বাসায় প্রবেশ করে এবং বাসার চিলেকোঠা থেকে ব্যক্তিটির মৃতদেহ উদ্ধার করে৷
তার মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ৷
বাসায় মোট চারজন ব্যক্তি ছিলেন জানিয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয় বাসাটিতে দুইজন পুরুষ, এক শিশু এবং শিশুর মা ছিলেন৷ ঘটনার দিন রাতেই শিশুটির মা বাসা থেকে বেরিয়ে যান৷ তাছাড়া আরেক ব্যক্তি বাসা থেকে অস্ত্রসহ বের হওয়ার পর তাকে আটক করা হয়৷
পুলিশ আরো জানায়, ঘেরাও করে রাখার সময় পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে সন্দেহভাজন ওই ব্যক্তি৷ তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি৷ পরে বাসার ভেতর থেকে গোলাবারুদ, হ্যান্ডগ্রেনেডসহ বেশকিছু বিপজ্জনক অস্ত্র উদ্ধার করা হয়েছে৷
শিশুটি সুস্থ আছে এবং শনিবার রাতে তাকে যুবকল্যাণ সংস্থার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়৷
আরআর/এআই (এএফপি, ডিপিএ)