1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্য

জার্মানিতে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার আশঙ্কা

২৬ নভেম্বর ২০১৬

জার্মানির উত্তরাঞ্চলের স্লেসভিগ-হোলস্টাইন রাজ্যের দু'টি খামারে ৮,৮০০ রাজহাঁস হত্যা করার পরিকল্পনা করা হচ্ছে৷ এদের মধ্যে বার্ড ফ্লু সংক্রমণ দেখা দেয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে কৃষি মন্ত্রণালয়৷

https://p.dw.com/p/2TBh1
Deutschland Vogelgrippe
ছবি: picture-alliance/dpa/B. Wüstneck

তবে কেবল উত্তরাঞ্চলেই নয়, দেশের বিভিন্ন স্থান থেকে এ ধরনের সংক্রমণের খবর আসছে৷ আর সেসব নিবন্ধিত করছে কর্তৃপক্ষ৷ কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, একটি খামারেই অন্তত ১৮০০ রাজহাঁসের শরীরে অল্প মাত্রার এইচ-৫ ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সংক্রমণ হয়েছে৷ তারা বিভিন্ন জায়গা থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখছেন এদের কারো শরীরে উচ্চ মাত্রার এইচ৫এন৮ ভাইরাস আছে কিনা৷ অন্য একটি খামারে ৭ হাজার রাজহাঁসের শরীরে এইচ৫ ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়৷ এরইমধ্যে হাঁসগুলোকে ঐ দু'টি খামার থেকে সরিয়ে নেয়া হয়েছে৷

জার্মানির আইন অনুযায়ী, খামারের কোনো পাখি/হাঁস বা মুরগির দেহে খুব কম মাত্রায় এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেলেও সেই পাখিগুলোকে মেরে ফেলতে হবে৷ সাধারণত এইচ-৫ ও এইচ-৭ কে কম ক্ষতিকর ভাইরাস হিসেবে চিহ্নিত করা হয়৷ তবে মন্ত্রণালয় বলছে, উত্তরাঞ্চলের বেশ কিছু সিগালের দেহে বিপদজনক এইচ৫এন৮ ভাইরাসের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে৷

গত সপ্তাহে একই রাজ্যে বার্ড ফ্লু'র কারণে ৩০ হাজার মুরগি মেরে ফেলা হয়েছে৷ নভেম্বরের ৮ তারিখে জার্মানিতে পাখির দেহে প্রথম এইচ৫এন৮ ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়৷ এ পর্যন্ত জার্মানির ১০ টি রাজ্যের বন্য পাখির দেহে এই ভাইরাসের সংক্রমণের ঘটনা ঘটেছে৷ অন্যদিকে, ইউরোপীয় বেশ কয়েকটি দেশেও বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে৷

বন্য পাখির মাধ্যমেই এই শীতে দ্রুত ছড়িয়ে পড়ছে বার্ড ফ্লু৷ বিশেষজ্ঞরা বলেন, এইচ৫এন৮ ভাইরাস মানবদেহের জন্য ক্ষতিকর নয়৷ কিন্তু এই ঘটনা জার্মানির খামারিদের মধ্যে ভীতির সঞ্চার করেছে৷ তাঁরা তাঁদের পোলট্রি সামলাতে বিশেষ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করছেন৷ সবচেয়ে দুঃখের ব্যাপার হলো, ক্রিসমাসের সময়টাই খামারিদের জন্য লাভজনক সময়৷ আর এই সময়ে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ায় ব্যবসায় ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা৷ 

টিমোথি জোনস/এপিবি

আশীষ চক্রবর্ত্তী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য