1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে বর্ষবরণে পুলিশ-হত্যার চেষ্টা

২ জানুয়ারি ২০২০

জার্মানির লাইপসিশে বর্ষবরণ উৎসব চলার সময় কিছু লোক পুলিশদের ওপর পটকা, আতশবাজি ইত্যাদি নিয়ে হামলা চালায়৷ এতে এক পুলিশ কর্মী গুরুতর আহত হয়৷ তাকে হত্যা-চেষ্টা অভিযোগের তদন্ত চলছে৷

https://p.dw.com/p/3VbCM
Neujahr - Leipzig Connewitz Polizist verletzt
ছবি: picture-alliance/dpa/S. Willnow

বুধবার খুব ভোরে লাইপসিশের কনেভিৎস জেলায় এ ঘটনা ঘটে৷ ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত দুই নারীসহ সাতজনকে আটক করা হয়েছে৷

স্যাক্সনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রোলান্ড ভ্যোলার বলেছেন, ‘‘এটা মানুষের জীবনের ওপর সচেতন এবং পরিকল্পিত হামলা৷'' লাইপসিশের মেয়র বুরখার্ড য়ুং মনে করেন পুলিশের ওপর এমন হামলা ‘‘অপরাধমূলক সহিংসতার সহিংস প্রকাশ৷'' দু'জনই এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন৷

লাইপসিশে বামপন্থিরা শক্তিশালী৷সেখানে মারামারির ঘটনা নতুন কিছু নয়৷ পুলিশের ওপর হামলার সঙ্গেও বামপন্থিরা জড়িত বলে ধারণা করা হচ্ছে৷

২০২০ সালকে উৎসবের আনন্দে বরণ করার দিনে আরেকটি হামলার খবর এসেছে লাইপসিশ থেকে৷ বিশ্ববিখ্যাত সেন্ট টোমাস গির্জার বেশ কিছু জানালা কে বা কারা ঢিল মেরে ভেঙে ফেলে৷এ ঘটনারও তদন্ত শুরু হয়েছে৷

এসিবি/কেএম (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান