জার্মানিতে পরমাণু বিদ্যুৎ নিয়ে শেষ কথা বললেন চ্যান্সেলর
১৯ অক্টোবর ২০২২দেশের কঠিন সময়ে রাজনৈতিক ভাবাদর্শ আঁকড়ে ধরা উচিত, নাকি বাস্তব মেনে নিয়ে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া উচিত? – এমন বিড়ম্বনায় পড়ে জার্মানির পরিবেশবাদী সবুজ দল বাধ্য হয়ে শেষ পর্যন্ত পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে৷ সরকারের দ্বিতীয় বৃহত্তম শরিক দল হিসেবে আরও কিছুকাল পরমাণু বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্তে সায় দিতে হয়েছে এই দলকে৷
মূল পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের শেষে জার্মানির অবশিষ্ট তিনটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেবার কথা ছিল৷ কিন্তু ইউক্রেন যুদ্ধের জের ধরে জ্বালানি সংকট সব হিসেব গোলমাল করে দিয়েছে৷ শীতের মাসগুলিতে বিদ্যুৎ সরবরাহ ও ঘর গরম রাখার জন্য প্রয়োজনীয় জ্বালানি নিশ্চিত করতে সরকারকে হিমসিম খেতে হচ্ছে৷ এমন পরিস্থিতিতে পরমাণু বিদ্যুতও আর ব্রাত্য নয়৷ তাই সবুজ দলও প্রথমে দুটি কেন্দ্র আগামী বছরের শুরু পর্যন্ত চালু রাখার সিদ্ধান্তে সায় দিলেও তৃতীয়টি বন্ধ করার জন্য চাপ দিচ্ছিল৷ অন্যদিকে জোটের ছোট শরিক উদারপন্থি এফডিপি দল ২০২৪ সাল পর্যন্ত পরমাণু বিদ্যুৎ ব্যবহারের পক্ষে সওয়াল করছিল৷ সরকারি জোটের মধ্যে বিষয়টি নিয়ে বিবাদ মেটাতে শেষ পর্যন্ত চ্যান্সেলর ওলাফ শলৎস সরকার প্রধান হিসেবে তিনটি বিদ্যুৎ কেন্দ্রই আগামী বছর এপ্রিল মাসের মাঝামাঝি পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নিয়েছেন৷ তিনি বলেন, ২০২৩ সালের ১৫ই এপ্রিল জার্মানিতে পরমাণু বিদ্যুতের ইতি ঘটবে৷
সবুজ দলকে বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত হজম করে নিতে হয়েছে৷ সরকারের শরিক হিসেবে এই সিদ্ধান্তের বিরোধিতা করবে না বলে জানিয়েছে পরিবেশবাদী এই দল৷ বিশেষ করে অর্থনীতি বিষয়ক মন্ত্রী ও ভাইস চ্যান্সেলর হিসেবে সবুজ দলের নেতা রোব্যার্ট হাবেকও চ্যান্সেলরের পদক্ষেপকে সমর্থন করেছেন৷ এফডিপি দলও চ্যান্সেলরের সিদ্ধান্ত মেনে নিয়েছে৷ ফলে বুধবার মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে পরমাণু বিদ্যুতের মেয়াদ আরও কিছুদিন বাড়ানোর প্রস্তাব অনুমোদন করছে৷
জার্মানির সংসদে বিরোধী ইউনিয়ন শিবির ও চরম দক্ষিণপন্থি এএফডি দল সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করে কমপক্ষে ২০২৪ সাল পর্যন্ত পরমাণু বিদ্যুৎ চালু রাখার দাবি করছে৷ এর জন্য প্রয়োজনীয় ফুয়েল রড কেনারও ডাক দিচ্ছে বিরোধী পক্ষ৷
জার্মানিতে বর্তমানে পরমাণু বিদ্যুৎ নিয়ে নানা মত শোনা যাচ্ছে৷ তিনটি পরমাণু কেন্দ্রের পরিচালক সংস্থা প্রথমে মেয়াদ বাড়ানোর পথে প্রযুক্তিগত বাধার উল্লেখ করলেও আপাতত পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হচ্ছে৷ তাছাড়া জার্মানির উত্তরে বায়ুশক্তির ঢালাও ব্যবহারের কারণে এম্সলান্ডের পরমাণু কেন্দ্রটি চালু রাখার প্রয়োজন নিয়ে সংশয় রয়েছে৷ সবুজ দলও এই যুক্তি দেখিয়ে সেটি বন্ধ করার পক্ষে সওয়াল করেছিল৷ সেই কেন্দ্রের আশেপাশের অঞ্চলে পরমাণু বিরোধী গোষ্ঠীগুলি শলৎসের সিদ্ধান্তের প্রবল সমালোচনা করেছে৷ অনেক বছর ধরে সেই কেন্দ্রের নিরাপত্তা পরীক্ষা করা হয় নি বলে সেটি বিপজ্জনক ঝুঁকি হয়ে উঠেছে বলে তারা অভিযোগ করছে৷
এসবি/কেএম (ডিপিএ, এপি)