জার্মানিতে ধর্মঘটে জনজীবন বিপর্যস্ত
আমাদের দেশে অহরহ ধর্মঘটের কথা শোনা যায়৷ মনে হতে পারে বিদেশে হয়ত ধর্মঘট হয় না৷ কিন্তু জার্মানিতে চলছে রেল ও বিমান ধর্মঘট৷ ফলে ভোগান্তিতে পড়েছেন অনেক মানুষ৷
বিমান ধর্মঘট
ট্রেনচালকদের ধর্মঘট শেষ না হতেই জার্মানির বিমান পরিবহণ সংস্থা লুফৎহানসার পাইলটরা সোমবার থেকে ৩৫ ঘণ্টার ধর্মঘটের ডাক দেয়৷
ফ্লাইট বাতিল
পাইলটদের ধর্মঘটের কারণে সোমবার ১,৪৫০টি ও মঙ্গলবার ২,৩০০টি ফ্লাইট বাতিল হয়েছে৷ উড়োজাহাজ সংস্থাটি তাদের পেনশন ব্যবস্থা পরিবর্তনের যে পরিকল্পনা করেছে তার বিরুদ্ধে পাইলটদের এ ধর্মঘট চলছে৷
অবসরের বয়স
লুফৎহানসা কর্মীদের অবসর নেয়ার বয়স বর্তমানের ৫৫ বছর থেকে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে৷ প্রতিষ্ঠানের এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে শ্রমিক ইউনিয়ন৷
ধর্মঘটে সংহতির আহ্বান
পাইলটদের ইউনিয়ন ‘ফেরাইনিগুং ককপিট’ (ভিসি) লুফৎহানসার সাশ্রয়ী শাখা জার্মান উইংসে থাকা তাদের সদস্যদের ধর্মঘটে যাওয়ার আহ্বান জানায়৷ এ প্রসঙ্গে লুফৎহানসার এক বিবৃতিতে বলা হয়, এপ্রিলের পর থেকে এ পর্যন্ত মোট আটবার ধর্মঘট করা হয়েছে৷
যাত্রীদের ভোগান্তি
পাইলটদের নতুন করে ডাকা ধর্মঘটে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ১,৬৬,০০০ যাত্রী৷ লুফৎহানসার পক্ষ থেকে বলা হয়েছে, তারা কেবল এক-তৃতীয়াংশ ফ্লাইট পরিচালনা করতে পারবে৷
ট্রেন ধর্মঘট
শুক্রবার জার্মান ট্রেন চালকদের ইউনিয়ন জিডিএল ৫০ ঘণ্টার ধর্মঘটের ডাক দেয়৷ শনিবার দুপুর থেকে সোমবার ভোর পর্যন্ত চলে এই ধর্মঘট৷ ফলে আঞ্চলিক ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল৷ যাত্রীদের পড়তে হয়েছিল ভয়াবহ ভোগান্তিতে৷
ট্রেনের বিকল্প যখন বাস
গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ব্যাপক এ ধর্মঘটে সিডিউল বিপর্যয়ের কারণে যাত্রীরা বিপাকে পড়েছিলেন৷ ট্রেন ধর্মঘটের কারণে অনেকেই বিকল্প হিসেবে বেছে নেন দূরপাল্লার বাস৷
যানজটের আশঙ্কা
আশঙ্কা ছিল ট্রেন ধর্মঘটের কারণে সড়কপথে চাপ বাড়বে৷ ফলে রাস্তায় যানজটের আশঙ্কা ছিল৷ এছাড়া ১১টি রাজ্যে হেমন্তের ছুটি চলছে৷ তবে যতটা আশঙ্কা করা হয়েছিল, রাস্তায় ততটা চাপ চোখে পড়েনি৷
সুনসান প্ল্যাটফর্ম
ধর্মঘটের ঘোষণা দেয়ার পর থেকেই শনিবারে প্ল্যাটফর্মগুলো জনমানবশূন্য হয়ে পড়ে৷ তবে বিদেশি যাত্রীদের কয়েকজনকে মালপত্র নিয়ে অপেক্ষা করতে দেখা গিয়েছিল৷
বেশি বেতন, ওভার-টাইম কম
জিডিএল বেতনভাতা ৫ শতাংশ বাড়ানোর দাবি জানিয়েছে৷ সেইসাথে সপ্তাহে কর্মঘণ্টা কমিয়ে ৩৭ ঘণ্টা করার দাবি জানিয়েছে৷ এছাড়া ওভার-টাইম কমানোর দাবিও জানানো হয়েছে৷
স্বাভাবিক অবস্থায় ফেরা
সোমবার রেল ধর্মঘট শেষ হওয়ার পর ইউনিয়ন থেকে জানানো হয়েছে আপাতত কোনো ধর্মঘট দেয়ার পরিকল্পনা তাদের নেই৷ কেননা জার্মান সরকার ইউনিয়নের বিষয়টি নিয়ে তাদের সাথে আলোচনা করে আইন তৈরির কথা ভাবছে৷