জার্মানিতে গৃহহীন বাড়ছে
১১ নভেম্বর ২০১৯জার্মানিতে ২০১৭ থেকে ২০১৮ সালের মধ্যে গৃহহীন মানুষের সংখ্যা চার শতাংশের বেশি বেড়েছে৷ ২০১৭ সালে ইউরোপের এই দেশটিতে সাড়ে ছয়লাখের মতো গৃহহীন মানুষ ছিল৷ এক বছর পর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় লাখ ৭৮ হাজার৷ গৃহহীনদের সহায়তা প্রদানকারী সংস্থা বিএজি জানিয়েছে এই তথ্য৷
প্রতিষ্ঠানটির প্রধান ভেরেনা রোসেনকে সোমবার বলেন, ‘‘২০১৭ সালের সঙ্গে তুলনায় চার দশমিক দুই শতাংশ গৃহহীন বেড়েছে৷’’
গৃহহীনদের মধ্যে অভিবাসী বংশোদ্ভূতদের সংখ্যা বাড়ছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি৷ গত একবছরে জার্মান গৃহহীনদের সংখ্যা বেড়েছে এক দশমিক দুই শতাংশ, অন্যদিকে অভিবাসী বংশোদ্ভূতদের মধ্যে এই হার বেড়েছে পাঁচ দশমিক নয় শতাংশ হারে৷
রোসনকের মতে সাশ্রয়ী ভাড়া বাড়ির অভাব, সামাজিক গৃহায়ন ব্যবস্থার সীমিতকরণ এবং দারিদ্র্যসীমা বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে৷
এআই/কেএম (রয়টার্স, কেএনএ)
২০১৭ সালের ডিসেম্বরের ছবিঘরটি দেখুন...