1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে কর্মরত বাংলাদেশি ডাক্তারদের সম্মেলন

১১ অক্টোবর ২০২২

জার্মানিতে যেসব বাংলাদেশিরা চিকিৎসক হিসেবে কর্মরত আছেন, তাদের সংগঠন আর্ৎস আউস বাংলাদেশ ইন ডয়েচলান্ডের দ্বিতীয় বার্ষিক সম্মেলন এবার অনুষ্ঠিত হল মিউনিখে৷

https://p.dw.com/p/4I1WB
Ärzte aus Bangladesch in Deutschland
ছবি: Sumaiya Binte Mostofa

৯ অক্টোবর অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া৷ সম্মেলনে জার্মান মেডিকেল লাইসেন্স প্রাপ্ত এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী সদস্য ডাক্তারদের সম্মাননা স্মারক দেওয়া হয়েছে৷

চিকিৎসাবিজ্ঞানে জার্মানি বিশ্বের অন্যতম পথিকৃৎ, যেখানে ক্লিনিকাল এবং নন-ক্লিনিকাল সবদিকেই বিদেশি চিকিৎসকদের জার্মান ভাষায় প্রফেশনাল ক্যারিয়ার ও উচ্চতর প্রশিক্ষণের সুযোগ রয়েছে৷ Ärzte aus Bangladesch জার্মানিতে বসবাসরত বাংলাদেশি চিকিৎসকদের একসাথে করার পাশাপাশি তাদের পেশাগত ক্ষেত্রে দুর্গম পথ পাড়ি দিতে অনুপ্রেরণা দেয় এবং পরামর্শ দিয়ে সাহায্য করে থাকে৷ ডা. জুবাইদা লায়লা, ডা. সুমাইয়া বিনতে মোস্তফা, ডা. শরীফা শারমিন ও ডা. শামিনা নাসরিন, জার্মানিতে কর্মরত এই চার জন চিকিৎসকের নিরলস প্রচেষ্টায় এই উদ্যোগ এখন ১০৭ জন সদস্য নিয়ে পূর্ণ উদ্দ্যমে এগিয়ে চলছে৷ সদস্যরা তাদের ব্যক্তিগত ও পেশাগত অভিজ্ঞতা অংশীদারত্বের মাধ্যমে নতুন সদস্যদের পেশাদার গৌরব অর্জনের পথ সহজ করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে৷

এপিবি/কেএম