জার্মানিতে ইসরায়েলি দূতাবাসে হামলার পরিকল্পনা, আটক ১
২১ অক্টোবর ২০২৪রাজধানী বার্লিনের নিকটবর্তী বেরনাউ এলাকার বাসায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করা হয়েছে৷ শনিবার আটক হওয়া ওই ব্যক্তি লিবিয়ার নাগরিক৷ তার নাম ওমর এ ( জার্মানির গোপনীয়তা রক্ষার আইন অনুযায়ী আটক ব্যক্তির নাম, পরিচয় এর বেশি প্রকাশ করেনি পুলিশ)৷
পুলিশের ধারণা, ওই ব্যক্তি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সাথে জড়িত৷ রোববার তাকে আদালতে হাজির করা হয়৷ তার বিরুদ্ধে দূতাবাসে হামলার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে৷
এক বিবৃতিতে প্রসিকিউটরের কার্যালয় থেকে জানানো হয়, লিবিয়ার ওই ব্যক্তি বার্লিনে অবস্থিত ইসরায়েলি দূতাবাসে আগ্নেয়াস্ত্র নিয়ে বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা করছিল৷
জার্মান সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বিদেশি গোয়েন্দাদের কাছ থেকে ওই ব্যক্তির পরিকল্পনার বিষয়ে অবগত হয় জার্মান পুলিশ৷ গোয়েন্দারা জানায়, হামলা চালানোর পর ওই ব্যক্তি জার্মানির পশ্চিমাঞ্চলীয় বন শহরের নিকটবর্তী জাঙ্কট আগুস্টিনে তার এক আত্মীয়ের কাছে আশ্রয় নেওয়ার পরিকল্পনা করেছিল৷ পরিকল্পনা অনুযায়ী, এরপর সে জার্মানি ত্যাগ করতো৷
তার ওই আত্মীয়ের বাসা তল্লাশি করেছে পুলিশ৷
আইনমন্ত্রীর সতর্কতা
এদিকে এই আটকের ঘটনার পর জার্মানিতে বড় রকমের ইসলামিস্ট সন্ত্রাসাী হামলার বিষয়ে সতর্ক করেছেন আইনমন্ত্রী মার্কো বুশমান৷
বার্তা সংস্থা ডিপিএকে তিনি বলেন, ‘‘ইসরায়েলের স্থাপনাগুলোর উপর সন্ত্রাসীরা প্রায়ই দৃষ্টি ফেলে৷’’
স্থাপনাগুলোর সুরক্ষা দেওয়া, এই সময়ে, বিশেষ করে যখন ইহুদিবিদ্বেষ এবং ইসরায়েলের প্রতি ঘৃণার মনোভাব বাড়ছে, তখন নিরাপত্তা দেওয়ার বিশেষ গুরুত্ব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি৷
তিনি বলেন, ইহুদিবিদ্বেষ এবং ইসরায়েলের প্রতি ঘৃণার মনোভাব পোষণকারী সব ধরনের ভয়াবহ পরিকল্পনা ঠেকাতে যা করা সম্ভব তাই করবে জার্মানি৷
এদিকে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার বলেন, ‘‘ইহুদিদের এবং ইসরায়েলি প্রতিষ্ঠানগুলো রক্ষা করা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ৷''
ইসরায়েলি রাষ্ট্রদূতের ধন্যবাদ
দূতাবাসের নিরপাত্তা নিশ্চিত করার জন্য জার্মান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান দেশটিতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রন প্রোসোর৷
বার্তা সংস্থা ডিপিএকে তিনি বলেন, ইসলামিক অ্যান্টি-সেমিটিজম ঘৃণার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি বৈশ্বিক সন্ত্রাসবাদকেও উসকে দেয়৷
আরআর/এসিবি (ডিপিএ, এপি. এএফপি)