1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘জার্মানিতে ইমাম প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ পদক্ষেপ’

৯ জানুয়ারি ২০২০

জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এভাবেই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে৷ বৃহস্পতিবার থেকে তুর্কি-ইসলামিক ইউনিয়নের রিলিজিয়ন অ্যাফেয়ার্স (দিতিব) জার্মানির ভেতরেই ইমামদের প্রশিক্ষণ চালু করেছে৷

https://p.dw.com/p/3Vw3j
DITIB-Zentralmoschee, Köln
ছবি: picture-alliance/AA/M. Zeyrek

স্বরাষ্ট্র সচিব মার্কুস কেয়ারবার প্রোটেস্টেন্টদের সংবাদ সংস্থা ইপিডিকে বলেন, ‘‘এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ৷ এর অংশ হিসেবে দিতিবে সদস্য সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে৷’’ 

জার্মানিতে প্রায় ৫০ লাখ মুসলিমের বাস৷ দুই হাজার ৫০০টির মতো মসজিদ আছে৷ এর মধ্যে  জার্মানিতে মুসলিমদের সবচেয়ে বড় সংগঠন শুধু দিতিবের সদস্য মসজিদই আছে ৯৬০টি৷ 

বহুদিন ধরেই মসজিদের ইমামদের প্রশিক্ষণের বিষয়টি আলোচিত হচ্ছিল জার্মানিতে৷ এখানকার মসজিদগুলোর ৯০ ভাগ ইমাম আসেন বাইরে থেকে৷ বেশিরভাগই তুরস্ক থেকে৷ তারা মসজিদে বক্তৃতা দেন বিদেশি ভাষায়৷ এদের কেউ কেউ আবার জার্মানিতে জন্ম ও বড় হলেও পড়াশোনা করেছেন অন্যদেশে৷ 

সম্প্রতি একজন ইমাম সিরিয়ায় তুরস্কের সেনা হস্তক্ষেপ সফল হবার জন্য দোয়া করেন৷ এতে ইমামদের ওপর বাইরের রাজনৈতিক প্রভাবের বিতর্ক আরো চাঙ্গা হয়৷ বিশেষ করে দিতিবের সঙ্গে তুরস্কের বর্তমান সরকারের নিয়ন্ত্রণের বিষয়টি শুরু থেকেই একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে৷ দিতিবের সঙ্গে তুরস্কের রাষ্ট্রীয় ধর্ম বিষয়ক দপ্তর ‘দিয়ানেত’-এর যোগাযোগ আছে৷ দিয়ানেত সরাসরি তুরস্কের প্রেসিডেন্টের কাছে জবাবদিহি করে৷ তবে দিতিব কর্তৃপক্ষ সবসময় নিজেদের নিরপেক্ষ বলে দাবি করেছে৷ 

জার্মানির ভেতরে ইমামদের প্রশিক্ষণের বিষয়টি নিয়ে এখানকার বেশিরভাগ রাজনৈতিক দল ও ইসলামিক সংগঠনগুলো একমত৷ তবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তা করার বিষয়ে আপত্তি আছে দিতিব ও মুসলিমদের আরেকটি বড় সংগঠন আইজিএমজি-র৷ 

সম্প্রতি জার্মানির উত্তরপশ্চিমাঞ্চলের ওজানব্রুক বিশ্ববিদ্যালয় দুই বছরের  একটি কোর্স চালু করেছে৷ এর খরচ দিচ্ছে জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ এখানে একটি ‘ইমাম কলেজ’ তৈরির পরিকল্পনা আছে৷ এটি হবে একটি স্বাধীন প্রতিষ্ঠান৷ এর তত্ত্বাবধানে থাকবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদেরা৷ একইসঙ্গে জার্মানির বিভিন্ন ইসলামিক সংগঠনগুলো এর সঙ্গে জড়িত থাকবে৷ কিন্তু দিতিব ও আইজিএমজি তাতে রাজি হয়নি৷ দিতিব ২০২০ জানুয়ারি থেকে একটি ট্রেনিং কোর্স নিজেরাই চালু করার কথা জানিয়েছিল৷ 

স্বরাষ্ট্র সচিব কেয়ারবার জানান, জার্মানির সংবিধান অনুযায়ী, ধর্মীয় বিষয়গুলোতে রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে না৷ তাই এসব কোর্সে কী পড়ানো হবে, তা ধর্মীয় নেতারাই ঠিক করবেন৷ 

শুধু জার্মানি নয়, ইউরোপের অনেক দেশেই ইমামদের প্রশিক্ষণের বিষয়টি নিয়ে সিদ্ধান্তে আসার চেষ্টা করছে৷ নেদারল্যান্ডে এরই মধ্যে ইসলাম শিক্ষা ও প্রশিক্ষণ কোর্স চালু হয়েছে৷ সুইডেন ২০১৬ সালে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ইমাম প্রশিক্ষণ কোর্স প্রথম চালু করেছে৷ ফ্রান্সের বেশিরভাগ ইমাম আসেন উত্তরপশ্চিম আফ্রিকা ও আরব থেকে৷ ধর্ম ও রাষ্ট্রীয় আইন সেখানেও খুব কড়াকড়িভাবে আলাদা৷ 

বনে ঈদ

জেডএ/কেএম (ইপিডি, পলিটিকো)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য