1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কপিরাইট মামলা

২১ এপ্রিল ২০১২

গেমা নামধারী বাদী পক্ষ প্রায় ৬০,০০০ গায়ক ও সংগীত রচয়িতার হয়ে রয়াল্টি সংগ্রহ করে থাকে৷ গেমা ১২টি মিউজিক ভিডিও’র ব্যাপারে আদালতে অভিযোগ করেছিল, তবে পুরোপুরি সাফল্য পায়নি৷

https://p.dw.com/p/14iuQ
ILLUSTRATION - Ein Berechtigungsvertrag des Musikrechte-Verwerters Gema (vorne) ist am Freitag (27.08.2010) vor dem Logo des Videoportals YouTube auf einem Computerbildschirm in Hamburg zu sehen. Die Zivilkammer des Hamburger Landgerichts entscheidet am Freitag (27.08.2010) im Rechtsstreit zwischen dem Musikrechte-Verwerter Gema und Google über den Erlass einer einstweiligen Verfügung gegen den Internetkonzern. Die Gema forderte Google auf, rund 600 «illegal genutzte» Musiktitel beim Videoportal YouTube zu löschen beziehungsweise den Abruf aus Deutschland zu sperren. Foto: Marcus Brandt dpa/lno (zu dpa/lno 0801 vom 27.08.2010)
YouTube vs Gema Rechtsstreitছবি: picture-alliance/dpa

আদালত ৭টি গানের ক্ষেত্রে ইউটিউবের বিরুদ্ধে আদেশ জারি করেছেন৷ ভবিষ্যতে গেমা যদি এই ভিডিওগুলির বে-আইনী আপলোড দেখিয়ে ইউটিউব'কে সেগুলি সরিয়ে নিতে বলে, এবং ইউটিউব তা করতে ব্যর্থ হয়, তাহলে গান প্রতি ইউটিইব'এর আড়াই লাখ ইউরো জরিমানা, এবং তার কর্মকর্তাদের ছ'মাস অবধি জেল হতে পারে৷

মোট কথা, ইউটিউব'এর উপর নিজে থেকেই বে-আইনী আপলোড খুঁজে বাদ দেওয়ার দায়িত্বটা চাপল না৷ ইউটিউব'এর মালিক গুগল নিশ্চয় তা'তেই খুশি৷ অন্যদিকে ইউটিউব'এর গ্রাহকরা, বিশেষ করে তরুণ গ্রাহকরা গেমা'র এই জয়ে কতোটা খুশি হবে, বলা শক্ত৷ গত দু'বছরের বেশি ধরে জার্মানিতে অনেক ইউটিউব'এর গ্রাহককে ‘‘জার্মানিতে দেখানো সম্ভব নয়'', এই নোটিস নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে৷ সন্তোষ তো দূরের কথা, ইন্টারনেটে কপিরাইটের ব্যাপারে জার্মানির তরুণ প্রজন্মের একাংশের মধ্যে এতোই অসন্তোষ যে, তারা একটি ‘পিরাটেন' বা ‘জলদস্যু' পার্টি খুলে জার্মান রাজনীতিতে হৈ-চৈ লাগিয়ে দিয়েছে৷ সর্বাধুনিক সমীক্ষা অনুযায়ী তারা আগামী সংসদীয় নির্বাচনে ১২ শতাংশ ভোট পেতে পারে৷

Screenshot Youtube Gema
কপিরাইট না থাকায় জার্মানিতে ইউটিউবে এমন দৃশ্য প্রায় দেখা যায়ছবি: youtube

ইউটিউব'এর বিরুদ্ধে বিশ্বের বহু দেশেই অভিযোগ উঠেছে যে, তার গ্রাহকরা মিউজিক কপিরাইট ভেঙে ভিডিও আপলোড করে থাকে৷ অধিকাংশ দেশেই ইউটিউব এ'জন্য নিয়মিতভাবে একটা থোক টাকা দেবার প্রতিশ্রুতি দিয়ে পার পেয়েছে৷ কিন্তু জার্মানির গেমা এ'যাবৎ বেঁকে বসে আছে৷

এবার হামবুর্গের আদালত যে রায় দিলেন, তা'তে গেমা ও গুগল'এর আদালতের বাইরে আপোষ না করে উপায় নেই৷ গুগল ইতিমধ্যেই ঘোষণা করেছে যে, তারা গেমা'র সাথে আবার আলাপ-আলোচনায় বসতে চায়৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী (ডিপিএ, রয়টার্স, এএফপি)
সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য