1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে আবার শরণার্থী বাড়ার আশঙ্কা

১ জুলাই ২০২০

জার্মানির উন্নয়ন মন্ত্রী গ্যের্ড ম্যুলার বুধবার বলেন, করোনা সংক্রমণের প্রকোপ বাড়তে থাকায় দেশে নতুন করে বাড়তে পারে শরণার্থী সংখ্যাও৷

https://p.dw.com/p/3edsD
উন্নয়নশীল দেশগুলি থেকেই শরণার্থীদের ঢল নতুন করে নামতে পারে জার্মানিতে, এমন আশঙ্কা করছেন উন্নয়নমন্ত্রী গ্যের্ড ম্যুলার৷
ছবি: picture-alliance/NurPhoto/N. Economou

উন্নয়নশীল দেশগুলি থেকেই শরণার্থীদের ঢল নতুন করে নামতে পারে জার্মানিতে, এমন আশঙ্কা করছেন উন্নয়নমন্ত্রী গ্যের্ড ম্যুলার৷ এর সমাধান হিসাবে তিনি তিন বিলিয়ন ইউরো (প্রায় ২৯ হাজার কোটি টাকা) মূল্যের সাহায্য প্যাকেজ ঘোষণা করেন, যা যাবে উন্নয়নশীল দেশগুলির করোনা মোকাবিলা খাতে

এ বিষয়ে তিনি বলেন, ‘‘ইউরোপে আমরা করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আনতে পারলেও বিশ্বের অন্যান্য জায়গায় এই সমস্যা সর্বগ্রাসী আকার ধারণ করেছে৷ আমাদের চিন্তা এটাই যে, সেই সমস্ত দেশে সংক্রমণের সর্বোচ্চ পর্যায় এখনো আসেনি৷''

যদি এই সমস্যাকে সমূলে বিনাশ না করা হয়, তাহলে তা নতুন করে জার্মানির জন্য শরণার্থী সংকট সংকট সৃষ্টি করতে পারে বলেও মনে করেন ম্যুলার৷ ‘‘আমাদের করোনা মোকাবিলায় সমস্ত প্রচেষ্টা অর্থহীন হয়ে যাবে এমনটা হলে,'' বলেন তিনি৷

তার মতে, সমস্যার কারণ হয়ে উঠতে পারে ইয়েমেন, ইরাক ও ইথিওপিয়ার মতো দেশ৷

ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিলের সভাপতিত্বের দায়িত্ব ১ জুলাই থেকে এসেছে জার্মানির হাতে৷ দায়িত্বপ্রাপ্তির প্রথম দিনেই আফ্রিকার জন্য ৫০ বিলিয়ন ইউরোর প্যাকেজ ঘোষণা করেছেন ম্যুলার

এলিওট ডগলাস/এসএস