জার্মানিতে আবার পুলিশের টেজারে মৃত্যুর ঘটনা
২০ অক্টোবর ২০২২জার্মানির সব শহরের পুলিশ টেজার ব্যবহার না করলেও সবচেয়ে বেশি অভিবাসী অধ্যুষিত রাজ্য নর্থ রাইন ওয়েস্টফেলিয়াতে টেজার ব্যবহারের চল রয়েছে৷ এই রাজ্যের ডর্টমুন্ড শহরে এক ভূমিহীন ব্যক্তি কার পার্কে গিয়ে পার্ক করা গাড়িগুলোর ক্ষতি করছিলেন৷ ৪৪ বছর বয়সি ওই ব্যক্তিকে সামলানোর জন্য স্থানীয়রা পুলিশকে ফোন করেন৷ কিন্তু পুলিশ গেলে ওই ব্যক্তি আরো উত্তেজিত হয়ে পড়েন৷ পুলিশের গাড়িতেও আঘাত করতে করতে এক সময় গাড়িতে ওঠার চেষ্টা করেন তিনি৷ তাকে থামানো জরুরি মনে করায় টেজারের গুলি ছোঁড়ে পুলিশ এবং তাতেই ওই ব্যক্তির মৃত্যু হয়৷
পরে ডর্টমুন্ড পুলিশের মুখপাত্র জানান, নিহত ব্যক্তি মদ্যপান করেছিলেন- এমন আলামত পাওয়া গেছে৷ জানা গেছে, তার হৃদরোগও ছিল৷
আড়াই মাসের মধ্যে ডর্টমুন্ডে পুলিশের টেজারের গুলিতে মৃত্যুর দ্বিতীয় ঘটনা এটি৷ আড়াই মাস আগে শরণার্থী শিবিরের এক কিশোরকে পুলিশ শান্ত করতে গেলে সে ছুরি দিয়ে আত্মহননের হুমকি দেয়৷ তাকে লক্ষ্য করে টেজারের গুলি ছোঁড়ে পুলিশ এবং তাতে তার মৃত্যু হয়৷
এসিবি/ কেএম (ডিপিএ, এএফপি)