1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে অভিবাসী ভোটাররা কি উপেক্ষিত?

২৪ সেপ্টেম্বর ২০২১

রোববার জার্মানিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ ছয় কোটি ভোটারের মধ্যে অভিবাসী ভোটারের সংখ্যা প্রায় ৭৪ লাখ, অর্থাৎ ১২ শতাংশ৷

https://p.dw.com/p/40nUu
Bundestagswahl Menschen ohne Wahlrecht
ছবি: picture-alliance/dpa/S.Stache

কিন্তু সমাজবিজ্ঞানী সাবরিনা মায়ের মনে করেন, দলগুলোর নির্বাচনি প্রচারণায় অভিবাসীদের বিষয় ও সমস্যাকে তেমন গুরুত্ব দিচ্ছে না৷ অনেক অভিবাসী বাস করেন এমন এক শহর ডুইসবুর্গে অভিবাসীদের উপর একটি গবেষণা করছেন তিনি৷ নির্বাচনেরআগে শহরের প্রতিটি অংশ গাড়ি নিয়ে ঘুরেছেন সাবরিনা৷ কিন্তু অভিবাসীদের সমস্যা সমাধানের অঙ্গীকার দেয়া পোস্টারের তেমন দেখা না পাওয়ায় অবাক হয়েছেন তিনি৷

এ কারণে অভিবাসী ভোটারদের ভোট দেয়ার হারও কম৷ ২০১৭ সালের নির্বাচনে অভিবাসীদের ভোট দেয়ার হার গড়পড়তার চেয়ে ২০ শতাংশ কম ছিল৷ এর সম্ভাব্য কারণ ব্যাখ্যা করতে গিয়ে মায়ের বলেন, ‘‘যদি একটা গোষ্ঠী মনে করে, তাদের উপেক্ষা করা হচ্ছে, তাহলে তারা কম ভোট দেবে এবং সে কারণে দলগুলোরও ঐ ভোটারদের টানার আগ্রহ কমে যাবে৷''

অভিবাসী ভোটারদের বেশি করে ভোট দিতে যেতে উৎসাহ দিতে কাজ করছেন আলী চান৷ তিনি তুরস্কে জন্ম নেয়া একজন কুর্দি৷ ১৯৯৫ সাল থেকে তিনি জার্মানিতে বাস করছেন৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘অভিবাসী ভোটারদের আমরা এমন অনুভূতি দিতে ব্যর্থ হয়েছি যে তারাও জার্মানির অংশ৷''

জার্মানির ৭৪ লাখ অভিবাসী ভোটারের বেশিরভাগই তুর্কি (২৮ লাখ), রুশ (১৪ লাখ) ও পোলিশ (২২ লাখ) বংশোদ্ভূত৷

গবেষকরা বলছেন, জার্মানিতে ভোটারদের ভোটদানেরক্ষেত্রে দলের চেয়ে ইস্যু বড় হয়ে উঠছে৷ অর্থাৎ, তারা ভোট দেয়ার জন্য সবসময় একই দল বেছে নিচ্ছেন না৷ সমাজবিজ্ঞানী মায়ের বলছেন, ‘‘দলের প্রতি আনুগত্য কমছে, টপিক বিবেচনায় ভোটাররা সিদ্ধান্ত নিচ্ছেন৷''

এমন পরিস্থিতিতে দলগুলো অভিবাসী ভোটার আকৃষ্ট করতে তাদের বিষয়গুলোর দিকে নজর দেয়ার কথা৷ কিন্তু তারপরও তা হচ্ছে না৷

অভিবাসন বিষয়ক সংবাদ পরিবেশনকারী সংস্থা মিডিয়েনডিনস্ট ইন্টিগ্রেশন বলছে, অভিবাসীদের জন্য যেসব বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে রাজনীতিবিদরা তেমন কথা বলেন না৷

কায়-আলেকজান্ডার শোলৎস/জেডএইচ