'জার্মানি এখনো ইসলামি সন্ত্রাসবাদের লক্ষ্য'
১৩ আগস্ট ২০২৪অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা বিএফভির সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন৷
প্রতিবেশী দেশ অস্ট্রিয়ায় ‘ইসলামপন্থিদের গুরুতর হুমকির' কারণে টেইলর সুইফটের তিনটি কনসার্ট বাতিল হওয়ার ঘটনা উল্লেখ করে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘আমাদের দেশের উপরও জিহাদি সংগঠন, বিশেষ করে আইএস ও বর্তমানে তাদের সবচেয়ে বিপজ্জনক শাখা আইএসপিকের নজর আছে৷''
‘‘ইসলামপন্থি বিভিন্ন সন্ত্রাসী সংগঠন, এবং ইসলামপন্থি একক অপরাধী, যারা প্রায় নিজেরাই মৌলবাদী হয়ে ওঠে, তারা সবসময় বিপজ্জনক,'' বলে মন্তব্য করেন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাজা৷
তিনি বলেন, ‘‘এটা পরিষ্কার যে, আমরা নিজেদের আতঙ্কিত হতে দেবো না৷ তবে আমরা এসব হুমকি খুব গুরুত্বের সাথে নিচ্ছি৷''
গোয়েন্দা কর্মকর্তার বক্তব্য
জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা বিএফভি জানিয়েছে, ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের সন্ত্রাসী হামলা এবং পরে গাজায় ইসরায়েলের হামলার পর ‘ইসলামিক স্টেট' জঙ্গি সংগঠন ও তার শাখাগুলো, সেইসাথে হামাস ও হিজবুল্লাহ ইন্টারনেটের মাধ্যমে ইউরোপে মৌলবাদ প্রচারের চেষ্টা করছে৷
তাই একটি ‘বিমূর্তভাবে উচ্চ ঝুঁকি' রয়েছে বলে জানান বিএফভির সহ-সভাপতি জিনান জেলেন৷
এমনকি একক অপরাধী ও ছোট গোষ্ঠীগুলো ইন্টারনেটের মাধ্যমে ইসলামি সন্ত্রাসী গোষ্ঠী দ্বারা প্রভাবিত হচ্ছে বলেও জানান তিনি৷
জুনে জার্মানিতে ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ও ফ্রান্সে জুলাই-আগস্টে অনুষ্ঠিত অলিম্পিক গেমস কোনো ঘটনা ছাড়াই শেষ হলেও জেলেন সতর্ক করে বলেন, ‘‘নিরাপত্তা পরিস্থিতি শেষ হয়নি৷''
টেইলর সুইফটের কনসার্ট বাতিল
কনসার্টে হামলার ষড়যন্ত্রের খবরের কারণে অস্ট্রিয়ায় টেইলর সুইফটের কনসার্ট বাতিল করা হয়েছে৷ পুলিশ ১৯ বছরের এক অস্ট্রীয়কে গ্রেপ্তার করেছে৷ ঐ ব্যক্তি উত্তর মেসিডোনিয়ার বংশোদ্ভূত৷ তিনি স্টেডিয়ামের বাইরে আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছে ডাইরেক্টরেট জেনারেল ফর পাবলিক সিকিউরিটির প্রধান ওমার হাইইয়াভি-পির্শনার৷ আটক ব্যক্তি ইসলামিক স্টেটের বর্তমান নেতার প্রতি আনুগত্য প্রকাশ করেছিলেন বলেও জানান তিনি৷
জেডএইচ/এসিবি (ডিপিএ, এএফপি)