অভিবাসীদের ঘিরে বর্ণবাদ?
১১ অক্টোবর ২০১৪মিডিয়ার এ ধরনের সংবাদ ও প্রতিবেদনগুলি দর্শকদের কীভাবে প্রভাবিত করতে পারে, ফার্গুসনের এই ঘটনায় তার প্রমাণ পাওয়া গেছে বলে মনে করেন আফ্রো অ্যামেরিকান তরুণ টেলর অ্যাটকিন্স৷ তিনি তাঁর টুইটারে জানিয়েছেন, কীভাবে গণমাধ্যমে মাইকেল ব্রাউনকে উপস্থাপিত করা হয়৷ মাইকেলের প্রতিবেদনে এমন ছবি দেয়া হয়েছে যাতে তাঁকে একটি গুন্ডা দলের সদস্য হিসেবে মনে হতে পারে অচিরেই৷
অ্যাটকিন্স নিজের দু'ধরনের ছবি ‘পোস্ট' করেছেন #হ্যাশট্যাগ ‘ইফ দে গানড মি ডাউন' ব্যবহার করে৷ একটিতে একটু উদ্ধত পোশাক, অন্যটি বেশ মার্জিত৷ কিন্তু মার্কিন গণমাধ্যম কৃষ্ণাঙ্গদের ক্ষেত্রে বরাবরই নেতিবাচক ছবিটি ব্যবহার করেছে বলে জানিয়েছেন তিনি৷
অ্যাটকিন্স লিখেছেন, শ্বেতাঙ্গদের ক্ষেত্রে কিন্তু ছবি এবং তথ্য পরিবেশনে ঠিক উল্টোটা করা হয়৷ সেটাও টুইটার মারফত দেখিয়েছেন তিনি৷ মার্কিন গণমাধ্যম বরাবরই এই ছক ব্যবহার করে বলে অভিযোগ করেছেন অ্যাটকিন্স৷
জার্মানির কৃষ্ণাঙ্গ শরণার্থীরা
জার্মানিতে বসবাসরত কৃষ্ণাঙ্গ তরুণ তাহির ডেলাও জানান যে, তাঁদের ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটে থাকে৷ তবে তাঁরা এই বাধাধরা নিয়ম ভাঙার জন্য সংবাদপত্র, টেলিভিশন ও ইন্টারনেটে প্রচার চালিয়ে যাচ্ছেন৷ তিনি জানান, কৃষ্ণাঙ্গ দেখলেই ধরে নেয়া হয় যে, এরা মাদক পাচারের সঙ্গে যুক্ত অথবা দেশে অবৈধভাবে প্রবেশ বা বসবাস করছে৷
ডয়চে ভেলেকে তাহির ডেলাও বলেন, এ কারণেই আফ্রিকা থেকে জার্মানিতে মানুষ খুব একটা আসতে চায় না৷ শুধুমাত্র ভালো চাকরি পেলে তবে তারা আসে৷ আর জার্মান গণমাধ্যম এ সব মানুষদের কথা না লিখে বরাবরই নেতিবাচকভাবে কৃষ্ণাঙ্গদের উপস্থাপিত করে বলেও দাবি করেন তিনি৷
রেডিও সাংবাদিক কনস্টানটিনা ফাসিলিও-এনৎস ডয়চে ভেলেকে বলেন, কর্মক্ষেত্রেও কেবল কালো নয়, অন্যান্য অধিবাসীদেরও তাঁদের দেশ উল্লেখ করে পরিচয় করিয়ে দেয়া হয়৷ যেমন আহমেদ কোলোন থেকে এসেছেন তা না বলে বলা হয় তিনি একজন তুর্কি যিনি কোলোনে থাকেন৷ এছাড়া মুসলিম নারীর কথা লিখলেই জার্মান গণমাধ্যম স্কার্ফ বা হিজাব পড়া নারীদের ছবি দেখায়৷
কনস্টানটিনার মতে, এর অর্থ এটা জার্মান সমাজের বদ্ধমূল ধারণা যে মুসলিম নারী হলেও তাঁরা হিজাব পরে থাকেন৷ তাই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের গবেষণা এবং প্রতিটি দেশের অধিবাসীদের ব্যাপারে মৌলিক কিছু ধারণা থাকা অত্যন্ত প্রয়োজন বলে মনে করেন তিনি৷