যৌনকর্মীদের জীবন
৯ এপ্রিল ২০১৩এই প্রশ্নটা একবার শোনার পর যে কোনো মা'ই চাইবে সেটা যেন ভবিষ্যতে আর শুনতে না হয়, এবং এর জন্য যা করা দরকার তাই করতে চাইবে মা'টি৷ যেমনটা হয়েছে ‘স্ফেন' এর ক্ষেত্রে৷
স্ফেন একটি মঞ্চনাটকের চরিত্র৷ তবে এর জন্ম বাস্তব জগত থেকে৷ বুলগেরিয়া থেকে জার্মানিতে আসা স্ফেন এমনই পরিস্থিতির শিকার হয়ে এখন যৌনকর্মী হিসেবে কাজ করছেন৷ এর মাধ্যমে সে এখন তার দুই সন্তানের দেখভাল করছে৷
তবে স্ফেনের মতো কাহিনি সব পতিতার নয়৷ অনেক যৌনকর্মী রয়েছেন যাদেরকে অর্থের লোভে পতিতাবৃত্তি করতে বাধ্য করা হয়েছে৷ এখন তারা আর চাইলেও বের হতে পারছেন না৷ আবার কেউ রয়েছেন যারা অল্পতেই অর্থ রোজগারের আশায় এই পথ বেছে নিয়েছেন৷
এমনই কিছু কাহিনি নিয়ে জার্মানিতে একটি মঞ্চনাটক হয়েছে৷ পতিতালয়ের ভেতর আসলে কি ঘটে এবং যৌনকর্মীদের মনের কথা মানুষকে জানানোর উদ্দেশ্যে নাটকটি পরিচালনা করেছেন ইউলিয়া রোজলার৷ দশ জন যৌনকর্মীর সঙ্গে কথা বলে তিনি ‘রেড লাইট' নামের এই নাটকের পাণ্ডুলিপি তৈরি করেছেন৷
গ্যোটিঙেনের জার্মান থিয়েটারের সহায়তায় ‘ভ্যার্কগ্রুপে২' এই নাটকটির মঞ্চায়ন করছে৷
উল্লেখ্য, পতিতাবৃত্তি জার্মানিতে বৈধ৷ প্রায় চার লক্ষ যৌনকর্মীর অর্ধেকই এসেছে বিভিন্ন দেশ থেকে৷ অর্থাৎ জার্মানিতে তারা অভিবাসী৷