1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘জার্মান ভাষায় বঙ্গবন্ধু'র উপর বই প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে'

১৮ আগস্ট ২০১১

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান এবং তাঁর নানা কর্মকাণ্ডকে জার্মান ভাষায় প্রকাশের উদ্যোগ নিয়েছে বার্লিনস্থ বাংলাদেশ দূতাবাস৷

https://p.dw.com/p/12IVC
জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মসুদ মান্নানছবি: DW

এই বছরের মধ্যেই এসংক্রান্ত একটি বই প্রকাশ করা হবে বলে জানিয়েছিলেন, রাষ্ট্রদূত জনাব মসুদ মান্নান৷

বঙ্গবন্ধুর ৩৬তম শাহাদাত বার্ষিকীতে বার্লিনে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ দূতাবাস৷ যেখানে, বাংলাদেশিরা, বাঙালিরা সক্রিয়ভাবে অংশ নেন৷ ডয়চে ভেলের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জনাব মসুদ মান্নান বলেন, বাংলাদেশ দূতাবাস বার্লিনের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর বাংলা ভাষায় প্রকাশিত বিভিন্ন নিবন্ধ জার্মান ভাষায় ভাষান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে৷ ভাষান্তরিত এসব নিবন্ধের সঙ্গে কিছু ছবি যোগ করে একটি বই এবছরই প্রকাশ করার আশা করছি৷

Mosud Mannan Botschafter Bangladesh
দূতাবাসের অনুষ্ঠানে রাষ্ট্রদূত মান্নানছবি: DW

মসুদ মান্নান জানান, ‘‘জার্মানি এবং আমি আরো যেসব দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছি তার মধ্যে অন্যতম অস্ট্রিয়ার ভিয়েনাতে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের উপরে দুটি প্রদর্শনীর আয়োজন করা হবে৷ এর মধ্য দিয়ে বঙ্গবন্ধুর কীর্তিকে জার্মান ভাষাভাষী মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করব৷''

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন