‘জার্মান ভাষায় বঙ্গবন্ধু'র উপর বই প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে'
১৮ আগস্ট ২০১১এই বছরের মধ্যেই এসংক্রান্ত একটি বই প্রকাশ করা হবে বলে জানিয়েছিলেন, রাষ্ট্রদূত জনাব মসুদ মান্নান৷
বঙ্গবন্ধুর ৩৬তম শাহাদাত বার্ষিকীতে বার্লিনে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ দূতাবাস৷ যেখানে, বাংলাদেশিরা, বাঙালিরা সক্রিয়ভাবে অংশ নেন৷ ডয়চে ভেলের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জনাব মসুদ মান্নান বলেন, বাংলাদেশ দূতাবাস বার্লিনের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর বাংলা ভাষায় প্রকাশিত বিভিন্ন নিবন্ধ জার্মান ভাষায় ভাষান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে৷ ভাষান্তরিত এসব নিবন্ধের সঙ্গে কিছু ছবি যোগ করে একটি বই এবছরই প্রকাশ করার আশা করছি৷
মসুদ মান্নান জানান, ‘‘জার্মানি এবং আমি আরো যেসব দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছি তার মধ্যে অন্যতম অস্ট্রিয়ার ভিয়েনাতে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের উপরে দুটি প্রদর্শনীর আয়োজন করা হবে৷ এর মধ্য দিয়ে বঙ্গবন্ধুর কীর্তিকে জার্মান ভাষাভাষী মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করব৷''
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: সঞ্জীব বর্মন