জার্মান পুলিশের সহায়তায় বিয়ে ঠেকালেন এক বাংলাদেশি তরুণী
৫ ডিসেম্বর ২০১৪জার্মান পুলিশ দ্রুতই সহায়তায় এগিয়ে এসেছে৷ তরুণীকে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে৷ তাঁর বাংলাদেশ যাত্রা বাতিল হয়ে যায় তখনই৷ জার্মান পত্রিকা ‘টাগেস স্পিগেল' এই সংবাদ প্রকাশ করেছে বৃহস্পতিবার৷
একই দিনে বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত একটি খবরও টুইটারে আলোড়ন তুলেছে৷ রূপগঞ্জে ১৪ বছর বয়সি এক কিশোরী স্থানীয় প্রশাসনের সহায়তায় নিজের বিয়ে ঠেকিয়েছেন৷ জোর করে ৩০ বছর বয়সি এক ব্যক্তির সঙ্গে বিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছিল তাঁকে৷
প্রসঙ্গত, বাংলাদেশে বাল্যবিবাহ নিয়ে গত কয়েকমাস ধরে আলোচনা চলছে৷ সরকার সম্প্রতি মেয়েদের বিয়ের বয়স কমানোর পরিকল্পনা করেছিল৷ উদ্দেশ্য এভাবে বাল্যবিবাহের হার কমানো৷ কিন্তু ব্যাপক প্রতিবাদের মুখে সরকার সেই পরিকল্পনা থেকে সরে আসে৷
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের হিসেব অনুযায়ী, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি৷ শতকরা ৬৫ ভাগ৷ তবে শুধু বাংলাদেশ বা দক্ষিণ এশিয়া নয়, বিশ্বের আরো অনেক দেশে বাল্যবিবাহ এক সমস্যা৷ টুইটারে ইংরেজিতে #চাইল্ডম্যারেজ এবং #টুগেদারউইক্যান হ্যাশট্যাগ ব্যবহার করে পাওয়া গেলো এ সংক্রান্ত কিছু তথ্য:
উল্লেখ্য, জার্মান পুলিশ সাধারণত কোনো সাহায্যপ্রার্থী কিংবা গ্রেপ্তারকৃতের নাম ঠিকানা প্রকাশ করেনি৷ বার্লিনের সেই বিমানবন্দর থেকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া মেয়েটির বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি৷ তবে বিমানবন্দরে পাঠানোর আগে মেয়েটিকে শারীরিকভাবেও নির্যাতন করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ৷
সংকলন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: দেবারতি গুহ