জার্মান নির্বাচনের ফল ঘোষণার পর দলগুলোর প্রতিক্রিয়া
রোববারের জার্মান নির্বাচনে শীর্ষ দল হিসেবে আবির্ভূত হয়েছে সামাজিক গণতন্ত্রী এসপিডি দল৷ আর ইতিহাসের সবচেয়ে বাজে ফল করেছে সিডিইউ/সিএসইউ৷ বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশের পর দলগুলোর সমর্থক ও নেতাদের প্রতিক্রিয়া নিয়ে এই ছবিঘর৷
এসপিডির আনন্দ
রোববার জার্মানির সময় সন্ধ্যা ছয়টায় বুথ ফেরত সমীক্ষা প্রকাশের পর সামাজিক গণতন্ত্রী এসপিডির সমর্থকদের আনন্দ উল্লাস করতে দেখা গেছে৷ কারণ গতবারের চেয়ে এবার তাদের ভোট বেড়েছে প্রায় সাড়ে চার শতাংশ৷ তবে তখনও এসপিডি শীর্ষ দল হতে যাচ্ছে কিনা তা নিশ্চিত ছিল না৷ সোমবার সকাল হওয়ার আগেই তা স্পষ্ট হয়ে যায়৷ সাময়িক সরকারি ফল অনুযায়ী ২৫.৭ শতাংশ ভোট পেয়েছে তারা, যা সিডিইউ/সিএসইউ দলের চেয়ে প্রায় দুই শতাংশ বেশি৷
শলৎস চ্যান্সেলর হতে চান
এসপিডির চ্যান্সেলর প্রার্থী ওলাফ শলৎস দলের ফলাফলে খুশি৷ তিনি নিশ্চিত যে তারই চ্যান্সেলর হওয়া উচিত৷ তিনি বলেন, অনেক ভোটারই এটা স্পষ্ট করে দিয়েছেন যে তারা ‘সরকারে পরিবর্তন’ চান৷
সিডিইউতে শোক
ইতিহাসের সবচেয়ে বাজে ফল করেছে সিডিইউ/সিএসইউ৷ সাময়িক সরকারি ফলে দেখা যাচ্ছে দলটি এবার মাত্র ২৪.১ শতাংশ ভোট পেয়েছে৷ গতবারের চেয়ে প্রায় নয় শতাংশ কম৷
হার মানতে নারাজ লাশেট
এমন ফলের পর সিডিইউ/সিএসইউর চ্যান্সেলর প্রার্থী লাশেট বলেছেন, ‘‘ইউনিয়নকে ভোট দেয়া মানে বাম নেতৃত্ব গঠিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ভোট দেয়া৷ সে কারণে আমরা সিডিইউ/সিএসইউর নেতৃত্বে সরকার গঠনের চেষ্টা চালিয়ে যাব৷’’
সবুজ দলের রেকর্ড ফল
ইতিহাসে সবচেয়ে ভালো ফল করেছে এবার পরিবেশবাদী সবুজ দল৷ সাময়িক সরকারি ফল বলছে তারা এবার ১৪.৮ শতাংশ ভোট পেয়েছে৷ ফলে তাদের ছাড়া জোট সরকার গঠন এবার প্রায় অসম্ভব৷
এফডিপি কিছুটা ভালো করেছে
গতবারের চেয়ে এবার প্রায় এক শতাংশ ভোট বেশি পেয়েছে ব্যবসাবান্ধব মুক্ত গণতন্ত্রী এফডিপি দল৷ এবার তাদের ভোট প্রাপ্তির হার ১১.৫ শতাংশ৷ ফলে তারা কিছুটা খুশি৷ সবুজ দলের মতোই নতুন জোট সরকারে তাদের প্রয়োজন হতে পারে৷
বাম দলে হতাশা
সাময়িক সরকারি ফল বলছে এবার মাত্র ৪.৯ শতাংশ ভোট পেয়েছে বাম দল৷ দলের প্রধান সুজানে হেনিশ-ভেলজো বলছেন, ‘‘আমরা অবশ্যই বাজেভাবে হেরেছি৷’’
এএফডিও কিছুটা হতাশ
গতবার তৃতীয় সর্বোচ্চ ভোট (১২.৬ শতাংশ) পেয়েছিল অভিবাসনবিরোধী এই দলটি৷ এবার ১০.৩ শতাংশ ভোট পেয়ে পঞ্চম হয়েছে তারা৷ দলের উপনেতা বেয়াট্রিক্স ফন স্টর্শের (মাঝে) মুখের অভিব্যক্তি বলে দিচ্ছে এই ফলে তারা কিছুটা হতাশ৷ তবে দলের অন্যতম শীর্ষ নেতা টিনো ক্রুপালা (ডানে) এই ফলকে ‘সলিড’ বলছেন৷ সঙ্গে এটাও যোগ করেছেন, ‘‘অবশ্যই হার ব্যথাও দেয়৷’’