জার্মান নির্বাচন
১৯ সেপ্টেম্বর ২০১৩জার্মানির আসন্ন সাধারণ নির্বাচনেও ইউরো এলাকার সংকট অন্যতম বিষয় হয়ে উঠেছে৷ চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল কড়া হাতে সংকটগ্রস্ত দেশগুলিকে ব্যয় সংকোচ ও সংস্কার চালাতে বাধ্য করে অনেকের সমালোচনার মুখে পড়েছেন৷ দেশের ভোটারদের কাছে তিনি এই নীতির সাফল্য তুলে ধরার চেষ্টা করছেন৷ তাঁর মতে, এর ফলে এই সব দেশের দুর্বল অর্থনৈতিক কাঠামোর স্থায়ী উন্নতি হবে৷
প্রাথমিক সুফলের উদাহরণ দিতে গিয়ে ম্যার্কেল বলেন, ইটালি ও গ্রিসের পরিস্থিতি এখন আগের তুলনায় অনেক ভালো হয়েছে৷ এদিকে গ্রিসের প্রধানমন্ত্রী আন্টনিস সামারাস ইঙ্গিত দিয়েছেন, যে তাঁর দেশে চরম মন্দা ধীরে হলেও কেটে যাচ্ছে৷ মোটকথা গোটা ইউরোপ আগামী ২২শে সেপ্টেম্বরের সাধারণ নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে৷ জনমত সমীক্ষায় ম্যার্কেল এগিয়ে আছেন৷ প্রশ্ন হলো, তিনি আগামী সরকার গড়তে পারবেন কি না এবং সেই সরকারের মধ্যে তিনি তাঁর নিজের মত কতটা প্রতিষ্ঠা করতে পারবেন৷ আরও শক্তিশালী হয়ে ক্ষমতায় ফিরলে ইউরো এলাকার ভবিষ্যতের উপর তাঁর প্রভাব আরও জোরদার হবে৷
এদিকে ধীরে হলেও ইউরো এলাকায় মন্দা কেটে যাচ্ছে বলে মনে হচ্ছে৷ শিল্পোন্নত দেশগুলির সংগঠন ওইসিডি জানিয়েছে, সংকট কাটিয়ে ইউরোপ সহ ধনী দেশগুলি আবার অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে এগোচ্ছে৷ কিন্তু ব্রাজিল ও ভারতের মতো দেশের প্রবৃদ্ধি কিছুটা থমকে গেছে৷ ফলে বিশ্ব অর্থনীতির সার্বিক চিত্র এখনো উজ্জ্বল হয়ে উঠতে পারছে না৷
শুধু অভ্যন্তরীণ প্রবণতা নয়, ইউরো এলাকার উপর প্রভাব ফেলছে অন্যান্য কিছু ঘটনাও৷ যেমন সিরিয়ার উপর হামলার আশঙ্কা কেটে যাওয়ায় সোমবার পেট্রোলিয়াম কোম্পানিগুলির শেয়ারের মূল্যও কিছুটা কমে যায়৷ ফলে ইউরোপের পুঁজিবাজারও কিছুটা ধাক্কা খেয়েছিল৷ তবে সিরিয়াকে ঘিরে অনিশ্চয়তা পুরোপুরি না কাটায় বাজারে অস্বস্তি রয়ে গেছে৷
এসবি / জেডএইচ (ডিপিএ, রয়টার্স, এএফপি)