1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান নাগরিক হত্যার দায়ে দুই আফগান গ্রেপ্তার

৯ সেপ্টেম্বর ২০১৮

২২ বছর বয়সি এক জার্মান নাগরিককে হত্যার দায়ে দুই আফগানকে গ্রেপ্তার করেছে জার্মানির পূর্বাঞ্চলের শহর ক্যোথেনের পুলিশ৷ মাত্র দুই সপ্তাহ আগে আরেক জার্মানকে কুপিয়ে হত্যাকে কেন্দ্র করে ডানপন্থিদের প্রতিবাদের মাঝেই এ ঘটনা ঘটলো৷

https://p.dw.com/p/34aOA
ছবি: picture-alliance/dpa/D. Hein

জার্মান পুলিশ রবিবার জানিয়েছে, ২২ বছর বয়সি এক জার্মান নাগরিকের হত্যাকারী সন্দেহে দুই আফগানকে গ্রেপ্তার করা হয়েছে৷ তবে,ঠিক কোন পরিস্থিতিতে জার্মান নাগরিক খুন হয়েছেন তা এখনো জানা যায়নি৷

পুলিশ এবং সরকারি কৌঁসুলির বিবৃতি থেকে জানা গেছে, শনিবার রাতে ওই জার্মান নাগরিক মারা যান৷ এই ঘটনায় রবিবার দুই আফগানকে গ্রেপ্তার করা হয়েছে৷ পুলিশ হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে এখন পূর্ণাঙ্গ তদন্ত করছে৷ 

প্রসঙ্গত, দুই সপ্তাহ আগে জার্মানির কেমনিৎস শহরে এক জার্মান নাগরিককে কুপিয়ে হত্যার ঘটনার সহিংস প্রতিবাদ করেছিল ডানপন্থিরা৷ সেই ঘটনার দুই সপ্তাহের মধ্যে অভিবাসীদের হাতে আরেক জার্মানের মৃত্যুর বিষয়টি নিয়ে যাতে সহিংস প্রতিবাদ শুরু না হয়, সে ব্যাপারে সতর্ক রয়েছে কর্তৃপক্ষ৷

জার্মানির স্যাক্সনি-আনহল্ট রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হল্গার স্টালখনেখ্ট ইতোমধ্যে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন৷ ক্যোথেন শহর একই রাজ্যের অন্তর্ভূক্ত৷ তিনি নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোকও প্রকাশ করেছেন৷ তবে স্বরাষ্ট্রমন্ত্রীর এই আহ্বানকে উপেক্ষা করে ইতোমধ্যে শহরটিতে হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছেন ডানপন্থিরা৷ শহরের মেয়র এক ফেসবুক বার্তায় স্থানীয়দের সেই কর্মসূচিতে অংশ না নেয়ার আহ্বান জানিয়েছেন৷

এদিকে, জার্মানির ডি ভেল্ট পত্রিকা জানিয়েছে, দুই আফগান এবং দুই জার্মানের মধ্যে বিরোধকে কেন্দ্র করে সম্ভবত এই প্রাণহানির ঘটনা ঘটেছে৷ মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে জার্মান নাগরিকের মৃত্যু হয়েছে বলেও মনে করছে পত্রিকাটি৷

স্যাক্সনি-আনহল্ট কর্তৃপক্ষ নিহতের মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে৷

এআই/এসিবি (ডিপিএ, এএফপি, ইপি)