1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জামায়াতকে কর্মসূচি পালনে পুলিশের অনুমতি নিতে হবে

৩০ মে ২০২৩

নির্বাচন কমিশন কর্তৃক অনিবন্ধিত সংগঠন জামায়াতে ইসলামীকে কর্মসূচি পালন করতে হলে অবশ্যই পুলিশের অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

https://p.dw.com/p/4RyWM
২০১৩ সালে জামায়াত-শিবিরের হামলা ও ভাংচুরের চিহ্ন (ফাইল ফটো)
২০১৩ সালে জামায়াত-শিবিরের হামলা ও ভাংচুরের চিহ্ন (ফাইল ফটো)ছবি: Shayantani Twisha

মঙ্গলবার রাজধানীর ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিবি) মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে ‘বীর মুক্তিযোদ্ধা ঈদ পুনর্মিলনী ২০২৩' অনুষ্ঠানে তিনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন।

অনুষ্ঠান শেষে আসাদুজ্জামান খান কামাল বলেন, "আমরা রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশসহ রাজনৈতিক কর্মসূচিতে কোনো বাধা দিচ্ছি না। নির্বাচনকে সামনে রেখে বিরোধীদলগুলো উস্কানি দিয়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে।"

সাংবাদিকদের করা ওপর প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "দক্ষিণ কেরানীগঞ্জে বিএনপির সমাবেশে কোনো বাধা দেয়নি পুলিশ। তারপরও তারা সমাবেশে যাওয়ার সময় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে উস্কানিমূলক স্লোগান দেওয়ায় সংঘর্ষের সৃষ্টি হয়। ভাঙচুর করা হয় আওয়ামী লীগের কার্যালয়।"

জেকে/কেএম (সমকাল)