1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জামায়াত নেতাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

১১ ডিসেম্বর ২০১১

জামায়াতে ইসলামীর শীর্ষ তিন নেতার বিরুদ্ধে একাত্তরে মানবতা বিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে ট্রাইবুনালে৷ অন্যদিকে জামায়াতের আরও সাত নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত৷

https://p.dw.com/p/13Qjq
Four Jamat Leaders of Bangladesh Caption/Text: Four Jamaat leaders (From Left) Maolana Motiur Rahman Nijamee, Ali Ahsan Muhammad Mujaheed, Kamaruzzaman and Maolana Abdul Qader Mollah Zulieferer: A H M Abdul Hai Eingestellt am 25. Juli 2010
ফাইল ছবিছবি: Harun Ur Rashid Swapan

রোববার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলি আহসান মুহাম্মদ মুজাহিদ এবং সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের উপস্থিতিতে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ পেশ করে প্রসিকিউশন৷ তাদের বিরুদ্ধে এই অভিযোগ গ্রহণ করা হবে কিনা তা নিয়ে শুনানী হবে আগামি ১৮ই ডিসেম্বর৷ প্রসিকউটর ব্যারিস্টার হায়দার আলি জানান, আরেক জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে ওই দিনই আনুষ্ঠানিক অভিযোগ পেশ করা হবে৷ আদালতে আব্দুল কাদের মোল্লাও উপস্থিত ছিলেন৷

ট্রাইবুনালের তদন্ত কর্মকর্তা সানাউল হক জানান, তিন নেতার বিরুদ্ধে হত্যা ও গণহত্যাসহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে৷ জামায়াত নেতাদের আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক স্বাক্ষীদের জেরা করতে গিয়ে আদালতে বলেছেন এই বিচার নিয়ে বাইরে এমন কোন মন্তব্য করা যাবেনা যাতে বিচার কাজ প্রভাবিত হয়৷ কারোর বিরুদ্ধে অপরাধ প্রমাণ হওয়ার আগ পর্যন্ত তাকে নির্দোষ বিবেচনা করতে হবে৷

এদিকে রাজধানীতে ১৯শে সেপ্টেম্বর গাড়ি ভাঙচুরের মামলায় মহানগর হাকিম আদালত হামিদুর রহমান আজাদ এমপিসহ জামায়াতের সাত নেতার জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠিয়েছেন৷ হাইকোর্ট থেকে নেয়া জামিনের মেয়াদ শেষে রোববার তারা নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চান৷ তারা হলেন জামায়াতের নায়েবে আমির একেএম নজির আহমেদ, মহানগর সেক্রেটারি হামিদুর রহমান আজাদ এমপি, রফিক উদ্দিন, এটিএম মাসউদ, রফিকুন নবী, আব্দুল মান্নান এবং আব্দুর রহমান মোশা৷

প্রতিবেদন: হারন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য