ট্রাইবুন্যাল
২৬ জানুয়ারি ২০১২মুজাহিদের আইনজীবী বলেছেন, একাত্তরে মুজাহিদসহ জামায়াত নেতারা পাকিস্তানের পক্ষে ছিলেন সত্য৷ কিন্তু তারা মানবতা বিরোধী অপরাধ করেননি৷
আলি আহসান মুহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে ১০৯ পৃষ্ঠার অভিযোপত্রে মোট ৩৪ ধরণের অপরাধের কথা জানিয়েছে প্রসিকিউশন৷এরমধ্যে আলবদর বাহিনী গঠন করে বুদ্ধিজীবী হত্যা, ফরিদপুরে তার নির্দেশে ৫০ জনকে হত্যা, চর ভদ্রাসনে সংখ্যালঘুদের বাড়ি ঘর জালিয়ে দেয়াসহ ৫০/৬০জনকে হত্যার অভিযোগ অন্যতম৷ তাকে পাকিস্তান বাহিনীর সহযোগী উল্লেখ করে তাদের অপরাধের দোসর বলা হয়েছে৷ ট্রাইবুন্যাল এই অভিযোগ গ্রহণ করে আগামী ২৩শে ফেব্রুয়ারি অভিযোগ গঠনের দিন ঠিক করেছেন৷ সাংবাদিকদের একথা জানান প্রসিকিউটর মোখলেছুর রহমান বাদল৷
মুজাহিদের আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়৷ তিনি একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানের পক্ষে ছিলেন সত্য৷ তবে কোন মানবতা বিরোধী অপরাধ
গত ১লা নভেম্বর তদন্ত সংস্থা মুজাহিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে৷ ১১ই ডিসেম্বর প্রসিকিউশন অভিযোগ দাখিল করলে ট্রাইবুনাল তা সুবিন্যস্ত নয় বলে ফিরিয়ে দিয়ে সুবিন্যস্ত করে দাখিলের নির্দেশ দেন৷ বৃহস্পতিবার দাখিল করা অভিযোগ সুবিন্যস্ত হওয়ায় ট্রাইবুনাল তা গ্রহণ করলেন৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদন: আব্দুল্লাহ আল-ফারূক