জাপানের রণতরীতে সমানতালে লড়ছে নারী
জাপানের সবচেয়ে বড় রণতরী ‘কাগা’য় পুরুষের সঙ্গে সমানতালে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন নারীরা৷ তাঁদের এই সক্ষমতা জাপানের নৌবাহিনীকে নারী-পুরুষের একটি সম্মিলিত যোদ্ধা বাহিনীতে পরিণত করার স্বপ্ন দেখাচ্ছে৷
সামনের কাতারে নারী
কাগার ৪৫০ জন দক্ষ নাবিকের প্রায় ৯ শতাংশ নারী, রণতরীর সম্মুখভাগের কাজ তারা করছেন দক্ষতার সঙ্গে৷ ২০৩০ সাল নাগাদ পুরো সেনাবাহিনীতে নারীর উপস্থিতি ৬ শতাংশে নিতে চায় জাপান৷ যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সশস্ত্র বাহিনীতে নারীর হার ১৫ ও ১০ শতাংশ৷
‘জাপানেরও অংশ হওয়া উচিত’
রণতরীর ফ্লাইট ডেকে একটি এসএইচ-৬০কে সি হক হেলিকপ্টারের অবতরণে নির্দেশনা দিচ্ছেন পেটি অফিসার আকিকো ইহারা (৩১)৷ তিনি বলেন, ‘‘বিশ্বজুড়ে নারীরা নানা ক্ষেত্রে কাজ করছেন এবং আমি মনে করি, জাপানেরও তার অংশ হওয়া উচিত৷’’
উড্ডয়নে সহায়তা
হেলিকপ্টার উড্ডয়নেও নির্দেশনা দেন নারী নাবিকরা৷ গত ২৯ সেপ্টেম্বর ভারত মহাসাগরে অবস্থানরত কাগা থেকে একটি এসএইচ-৬০ কে সি হক হেলিকপ্টারকে উড়তে সহায়তা করছেন একজন৷
আরো নারী সৈন্যে দৃষ্টি
জাপানে জন্মহার কমতে থাকায় অভ্যন্তরীণ জলসীমায় চলাচলরত রণতরী বা কাগার মতো হেলিকপ্টারবাহী অন্যদেশের জলসীমায় চলাচলরত রণতরীর জন্য পর্যাপ্ত সংখ্যক পুরুষ নাবিক পাওয়া দুষ্কর হবে৷ অন্যদিকে চীনের ক্রমবর্ধমান আঞ্চলিক প্রভাব মোকাবেলায় জাপানের এক্ষেত্রে শক্তি বাড়ানোর বিকল্প নেই৷ সেই জায়গা থেকে দেশটির মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সে (এমএসডিএফ) আরো নারী দরকার৷
সাবমেরিনেও থাকবেন নারী
এক দশক আগে নৌবাহিনীতে দায়িত্ব পালনের পথ খোলে নারীদের জন্য৷ আর এখন খুব শিগগিরই সাবমেরিনে তাদের নিয়োগে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন৷ ছবিতে ভারত মহাসাগরে অবস্থানরত কাগায় সিগনাল ফ্ল্যাগ প্রদর্শনের প্রস্তুতিতে অংশ নিতে দেখা যাচ্ছে এক নারী নাবিককে৷
অস্ত্র চালনা
যুদ্ধের প্রস্তুতির জন্য নৌবাহিনীতে যোগ দেওয়া নারীরা দক্ষ হয়ে ওঠেন অস্ত্র চালনায়৷ রণতরী কাগায় প্রশিক্ষণে যাওয়ার আগে নিজের পিস্তল পরীক্ষা করে দেখছেন শিপ বোর্ডিং ইন্সপেকশন টিমের একজন সদস্য৷
কারাতে শিক্ষা
সৈন্যের দায়িত্ব পালনে সক্ষম হতে হবে সব দিক দিয়ে, তাই অস্ত্র চালনার সঙ্গে শারীরিক সক্ষমতাও বাড়াতে হয় নারীদের৷ জাপানের হেলিকপ্টারবাহী রণতরী কাগার হ্যাঙ্গার ডেকে কারাতে প্রশিক্ষণরত এক নারী নাবিক৷
মহড়া
নৌবাহিনীর মহড়াগুলোতেও অংশ নেন নারী নাবিকরা৷ গেল ২৫ সেপ্টেম্বর ভারত মহাসাগরে জাপানের হেলিকপ্টারবাহী রণতরী কাগায় ১২ পয়েন্ট ৭ এমএম মেশিন গান থেকে গুলিবর্ষণের মহড়া পুরুষ সহকর্মীদের সঙ্গে পর্যবেক্ষণ করছেন একজন নারী নাবিক৷
রক্ষণাবেক্ষণ
হেলিকপ্টারের রক্ষণাবেক্ষণেও কাজ করেন নারী নাবিকরা৷ কাগার হ্যাঙ্গার ডেকে একটি এসএইচ-৬০কে সি হক হেলিকপ্টারে রক্ষণাবেক্ষণের কাজ করছেন একজন নারী বিশেষজ্ঞ৷
অবসর
নিজের পছন্দমতো অবসর কাটান নারী নাবিকরা৷ রণতরী কাগায় দুপুরের খাবারের পর বিশ্রামের সময়ে নিজের বেডে শুয়ে বই পড়ছেন একজন৷