1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাপানে শিশু পর্ণের রেকর্ড

২০ ফেব্রুয়ারি ২০১০

জাপানে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে শিশু পর্ণগ্রাফি৷ দেশটিতে বর্তমানে শিশু পর্ণগ্রাফির মাত্রা ৪০ শতাংশ৷ জাপান সরকার এই বিষয়টি কঠোর ভাবে নিয়ন্ত্রণের পদক্ষেপ গ্রহণ করেছে৷

https://p.dw.com/p/M6a6
শিশু পর্ণগ্রাফির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমাদেরইছবি: AP

বিশ্বে সবচেয়ে বেশি শিশু পর্ণ ভিডিও ও স্থির চিত্র তৈরি হচ্ছে জাপানে৷ ২০০৯ সালে ন্যাশনাল পুলিশের দেয়া তথ্য অনুযায়ী দেশটিতে শিশু পর্ণগ্রাফি বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে ইন্টারনেটে৷ সাধারণত ইন্টারনেটে স্থির চিত্র বা ভিডিও হিসেবে শিশু পর্ণগ্রাফি স্থান পাচ্ছে৷ আর বর্তমানে এর সংখ্যা দ্রুত গতিতে বেড়ে চলেছে৷

জাপানের ন্যাশনাল পুলিশ এজেন্সি জানিয়েছে, গত বছর শিশু পর্ণগ্রাফির অভিযোগে ৯৩৫ টি আইনী ব্যবস্থা নেয়া হয়েছিল৷ ২০০৮ সালের থেকে এর হার ৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷

Porno Pornofilm Filmausschnitt
পর্ণ-স্টার ইউরি কোমুরো’র একটি বিখ্যাত ভিডিও ফিল্ম-এর দৃশ্যছবি: AP

পুলিশ জানায়, ২০০৯ সালে ৪১১ টি শিশু এর শিকার হয় এবং এই কাজের সাথে জড়িত থাকায় ও নিজ সন্তানকে পর্ণগ্রাফিতে ব্যবহারের জন্য ১৬ জন বাবা-মাকেও গ্রেফতার করা হয়৷ সবচেয়ে দুঃখজনক যে মাত্র এক বছর বয়সি শিশুও এর শিকার৷

এক থেকে বারো বছরের মেয়ে শিশুদের এই শিশু পর্ণ ভিডিও টেইপে ব্যবহার করা হচ্ছে৷ আর এমনই একটি মামলায় গ্রেফতারকৃত পাঁচ জনের মধ্যে ৪৬ বছর বয়সি এক বৃদ্ধ সহ রয়েছেন একাধিক মাও৷

বর্তমানে জাপান সরকার পুলিশ, শিক্ষক, বিচারক এবং উর্ধতন কর্মকতাদের নিয়ে একটি কমিটি গঠন করেছে৷ এই কমিটি জুন মাসের মধ্যেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে যার মধ্যে শিশু পর্ণ যে ওয়েব সাইটগুলোয় রয়েছে তা বন্ধ করা, ক্ষতিগ্রস্তদের খুঁজে বের করা এবং তাদের সাহায্য করা প্রভৃতি৷

তবে জাপানের আইন এবং জেন্ডার বিশেষজ্ঞ হিরোসি নাকাসাটোমি বলেন, এই পদক্ষেপ যথেষ্ট নয়৷ ব্রিটেন, ইতালি এবং সুইডেনের মত জাপানেও শিশু পর্ণ সাইটগুলো বন্ধ করতে হবে৷

প্রতিবেদক: আসফারা হক

সম্পাদনা: আবদুস সাত্তার