জাপানে মৃত্যুর হার জন্মহারকে ছাড়িয়ে যাওয়ায় কমে যাচ্ছে জনসংখ্যা
৫ জানুয়ারি ২০১০বিজ্ঞাপন
জাপান সরকার জানিয়েছে, ২০০৯ সালে জনসংখ্যা দ্রুত কমে গেছে৷ আর এ বছরটিতে জন্মহার এর আগের বছরের থেকেও ২ শতাংশ কমেছে৷
প্রাথমিকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক পরিসংখ্যানে বলা হয়, গত বছর ২২,০০০ শিশু জন্ম নেয় যেখানে ১.০৬৯ মিলিয়ন শিশুর জন্ম নেবার কথা ছিল৷২০০৮ সাল থেকে জন্মহার কিছুটা কমতে শুরু করে৷
১৯৪৭ সাল থেকে জাপান সরকার জনসংখ্যা সম্পর্কিত তুলনামূলক বিবরণ রেকর্ডে রাখা শুরু করে৷ সে অনুযায়ী, ২০০৯ সালে মৃত্যুহার দাঁড়িয়েছে ১.১৪৪ মিলিয়নে, যা সর্ব্বোচ৷
কিয়োদো বার্তা সংস্থা জানায়, দেশটির জনসমষ্টির বয়োবৃদ্ধির কারণে ভবিষ্যতে জনসংখ্যা কমবার প্রবণতা বাড়ছে৷ আর বয়সের দিক দিয়ে সন্তানধারণে সক্ষম নারীর সংখ্যা কমে যাওয়ায় এ আশংকা করা হচ্ছে৷
প্রতিবেদক: আসফারা হক
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক