জাপানে পর্যটক টানছেন সাবেক দুই সুমো কুস্তিগীর
করোনার কারণে দীর্ঘদিন ধরে জাপানে আসছিল না পর্যটকেরা৷ পর্যটকদের নতুন করে আকৃষ্ট করতে এবার মাঠে নামলেন সাবেক দুই সুমো কুস্তিগীর৷ ছবিঘরে তাদের এ উদ্যোগের কথা....
নতুন ভূমিকায় তারা দুজন
কুতোহতোরি ও তোয়ানোয়ামা বিশ্বখ্যাত দুই কুস্তিগীর৷ কয়েক দশক ধরে বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করেছেন তারা৷ সফল ক্যারিয়ার শেষে অবসর নিলেও নতুন ভূমিকায় দেখা যাচ্ছে তাদের৷
পর্যটকদের বিনোদনে
এবার আগের মতো প্রতিযোগিতা জেতার চেষ্টায় নয় বরং করোনার পর পর্যটকদের নতুন করে আকৃষ্ট করতে কসরত দেখাতে শুরু করেছেন তারা৷ টোকিওর এক রেস্টুরেন্টের সুমো রিংয়ে (কুস্তি খেলার ছোট মাঠ) দর্শকদের বিনোদন দিতেই এমন চেষ্টা৷ বিদেশিদেরকে জাপানের সংস্কৃতি ও সুমো সম্পর্কে ধারণা দিতেই এই আয়োজন বলে মন্তব্য তাদের৷
একক ও দ্বৈত কসরত
কয়েক দশক ধরে কুস্তি করেন তারা৷ তাই আয়ত্ত্বে আছে সুমো কুস্তির নানান কলাকৌশল৷ কখনো এককভাবে আাবার কখনো পরস্পরের মুখোমুখি হয়ে কসরত দেখিয়ে পর্যটকদের আনন্দ দেওয়ার চেষ্টা করেন তারা৷
পর্যটকদের অপেক্ষা
কুস্তিগীরেদের এমন কসরত দেখতে আগ্রহী পর্যটকেরাও৷ টোকিওর ইয়োকোজুনা তোংকাস্তো দুসোকোই রেস্টুরেন্টের সামনে কসরত দেখতে লাইনে অপেক্ষা করছেন পর্যটকেরা৷
পর্যটকও যখন সুমো কুস্তিগীর
এই দুই কুস্তিগীর যে শুধু নিজেরাই কসরত দেখান বিষয়টি এমন নয়৷ আনন্দ দিতে এসে দর্শকদেরও যুক্ত করেন কসরতে৷ ছবিতে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের এক পর্যটক কুস্তির পোশাক করে তোয়ানোয়ামার সাথে লড়ছেন৷
আনন্দিত শিশুরাও
কসরত দেখে উদ্বেলিত অস্ট্রেলিয়া থেকে আসা ৯ বছরের এই শিশু৷ আনন্দিত এই শিশু নিজেই নেমে গেছে মাঠে আর কসরতের চেষ্টা করছে কুস্তিগীর কুতোহতোরির সাথে৷
ছবি তোলার সুযোগ
বিখ্যাত এমন দুই কুস্তিগীরের সাথে ছবি তোলার সুযোগ পেলে কি কেউ হাতছাড়া করতে চায়! যুক্তরাষ্ট্রের এই পর্যটক তাই সুযোগটা লুফে নিলেন৷ দুই কুস্তিগীরের মাঝখানে দাঁড়িয়ে ছবির সুযোগ নষ্ট করেননি তিনি৷
আছে মজার খাবারও
রেস্টুরেন্টে এসে শুধু কুস্তির কসরত দেখবেন পর্যটকেরা বিষয়টি এমন নয়৷ বিনোদনের পাশাপাশি আছে খাবারের ব্যবস্থাও৷ ছবিতে রেস্টুরেন্টের এক ওয়েটারকে খাবার পরিবেশন করতে দেখা যাচ্ছে৷