1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গবেষণা জগতে প্রতারণা

ব্রিগিটে ওস্টারাথ/আরবি২৮ জুন ২০১৪

এক জাপানি ‘স্টেমসেল’ গবেষক তাঁর গবেষণার ফলাফলকে প্রত্যাহার করে নিতে বাধ্য হন৷ কারণ তাঁর গবেষণার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে৷ বহু গবেষণায় জালিয়াতি, অপকৌশল ও অস্বচ্ছতা হয়ত ধরাই পড়ে না৷

https://p.dw.com/p/1CRXe
Symbolbild Experiment im Labor
ছবি: lightpoet - Fotolia.com

জাপানের ‘রিকেন সেন্টার ফর ডেভেলপমেন্ট বায়োলজি'-র বিজ্ঞানী হারুকো ওবোকাটা দেহকোষকে স্টেমসেলে পরিণত করার এক সহজ ‘উপায়' বের করেছেন বলে দাবি করেন৷ কিন্তু প্রখ্যাত বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন ‘নেচার'-এ তাঁর গবেষণার ফলাফল তুলে ধরার পরপরই, অন্যান্য বিজ্ঞানীদের সমালোচনা সরব হয়ে ওঠে৷ কেননা এই গবেষণা অনুসারে পরীক্ষা-নীরিক্ষা করেও এই ধরনের ফলাফল পাননি তাঁরা৷ এছাড়া অন্যান্য রচনা থেকে অনুচ্ছেদ ও ছবি নকল করেছেন বলে ওবোকাটাকে দোষারোপ করেন সহযোগী বিজ্ঞানীরা৷

সত্যি হলে দারুণ হতো

এই ধরনের ফলাফল সত্যি হলে দারুণ হতো! কিন্তু কিছু ক্ষেত্রে হতাশ হতে হয় বিজ্ঞানীদের৷ যেমনটি ঘটেছে দক্ষিণ কোরিয়ার পশু চিকিৎসক ওয়াং উ-সুকের ক্ষেত্রে৷ ২০০৬ সালে এই গবেষক জানান, ক্লোন করে মানবভ্রূণের স্টেমসেল বের করতে পেরেছেন তিনি৷ পরে তাঁর গবেষণার ফলাফল ভুয়া প্রতিপন্ন হওয়ায় সৌল ন্যশানাল ইউনিভার্সিটির চাকরিটি হারাতে হয় তাঁকে৷

Haruko Obokata RIKEN Institut in Osaka 09.04.2014
বিজ্ঞানী হারুকো ওবোকাটাছবি: Reuters/Kyodo

জার্মান পদার্থবিদ ইয়ান হেন্ড্রিক শ্যোন বস্তুর অতিপরিবাহিতা বা সুপার-কন্ডাক্টার সংক্রান্ত গবেষণার কারণে খ্যাতি অর্জন করেছিলেন৷ কিন্তু ২০০২ সালে যখন জানা গেল তাঁর গবেষণার ফলাফল জাল, তখন ধসে পড়লো তাঁর খ্যাতি৷

জার্মান রিসার্চ ফাউন্ডেশন ডিএফজি এই প্রতারণা রোধ করার জন্য একটি কমিটি গঠন করেছে৷ বিজ্ঞানের ক্ষেত্রে জালিয়াতি ধরিয়ে ব্যাপারে বেনামি অভিযোগগুলি পরীক্ষা করে থাকে এই কমিটি৷

‘‘গবেষণাকাজে কারচুপি ব্যাপক কোনো বিষয় নয়৷'' বলেন ডিএফজি-র মুখপাত্র মার্কো ফিনেটি৷ গত ১৫ বছরে ৫০০টি সন্দেহজনক ঘটনা ধরা পড়েছে৷ অধিকাংশ ক্ষেত্রেই ছিল ভ্রান্ত বা অস্বচ্ছ উদ্ধৃতি৷ খুব কম ক্ষেত্রেই পাওয়া গিয়েছে বড় ধরনের জালিয়াতি, জানান ফেনেটি৷

ত্রুটিপূর্ণ লেখা পাওয়া যায়

তবে গবেষণাবিষয়ক ত্রুটিপূর্ণ লেখা যে পাওয়া যায়না তা নয়৷ বলেন ইউরোপীয়ান ‘জার্নাল অফ অরগ্যানিক কেমিস্ট্রি'-র সম্পাদক হাইমো রস৷

কিন্তু এটাও লক্ষ্য রাখতে হবে প্রতি বছর বিজ্ঞানবিষয়ক ১০,০০০ প্রবন্ধ পত্রিকায় প্রকাশের জন্য জমা দেওয়া হয়৷ সে তুলনায় যে কয়েকটি প্রতারণার খবর পাওয়া যায়, তাকে ব্যতিক্রমই বলা যায়, জানান রস৷

কোনো গবেষক লেখক যদি বলতে না পারেন, তাঁর গবেষণার ফলাফলকে কেন অদ্ভুত ও ভুয়া মনে হচ্ছে, তা হলে তাঁর লেখাকে প্রত্যাখ্যান করা হতে পারে৷ আর সিরিয়াস প্রতারণা মনে হলে সেই লেখকের লেখা প্রকাশ করা দীর্ঘ সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়, বলেন রস৷

প্রকাশের আগে পরীক্ষা

গবেষণাবিষয়ক লেখা প্রকাশের আগে কমপক্ষে দু'জন বিশেষজ্ঞ তা পড়ে দেখেন৷ এছাড়া বিশেষ সফটওয়ারের সাহায্যে ছবি ও গ্রাফিকগুলি পরীক্ষা করে দেখা হয়৷ তবে যাঁরা প্রতারণা করতে চান, তাঁরা কোনো না কোনো পথ আবিষ্কার করে নিতে পারেন৷

প্রতারণা ও চাতুরির আশ্রয় নেওয়ার কারণও কম নয়৷ মূল কারণ হলো অ্যাকাডেমিক জগতে তীব্র চাপ৷ বলেন ভিলাই-ভিসিএইচ প্রকাশনা প্রতিষ্ঠানের গ্লোবাল কেমিস্ট্রি বিভাগের উপ ও ব্যবস্থাপনা পরিচালক এফা ভিলে৷

প্রচণ্ড চাপ থাকে

অর্থদাতা ও রাজনীতিবিদদের কাছ থেকে প্রচণ্ড চাপ আসে গবেষকদের ওপর৷ তাঁরা গবেষণাখাতে অর্থ বিনিয়োগের প্রতিদান পেতে চান৷ এশিয়ায় বিশেষ করে চীনে এই চাপটা প্রবল৷ ডক্টরেট করার সময় অন্তত তিনটি পেপার প্রখ্যাত কোনো ম্যাগাজিন বা পত্রিকায় প্রকাশ করতে হয়৷ এই চাপ অনেকেই সামলাতে পারেন না৷ পিছলে পড়েন বৈধ পথ থেকে৷

‘‘পেপারের সংখ্যা ও পত্র-পত্রিকার মান অনুযায়ী গবেষকদের মানও বিচার করা হয়৷'' নামকরা পত্র-পত্রিকায় অসংখ্য লেখালিখি ছাপাতে পারলে অনুদানও সহজে পাওয়া যায়৷ বহুদিন কোনো পেপার প্রকাশ করা না হলে ক্যারিয়ারও নষ্ট হতে পারে৷ তাই নকল করার প্রবণতাও প্রবল হয়ে ওঠে৷

প্রফেসররা সর্বদা ‘ব্যস্ত'

এছাড়া আজকাল প্রফেসররা তাঁদের ছাত্র, গবেষকদের জন্য তেমন সময় দিতে চান না বা পারেন না৷ এফা ভিলে বলেন, প্রফেসররা সবসময় ব্যস্ত থাকেন৷ এক কনফারেন্স থেকে আরেক কনফারেন্সে যেতে যেতেই সময় চলে যায় তাঁদের৷ ছাত্রদের ঠিকমত শিক্ষা দেওয়া ও গবেষণার ফলাফল ভালভাবে পরীক্ষা করার মতো সময় পান না তাঁরা৷ আর তাই রিকেন ইন্সটিটিউটের মতো অস্বস্তিকর ঘটনা ঘটে যায়৷

এফা ভিলে মনে করেন, শিক্ষার্থীদের প্রথম সেমিস্টার থেকেই বিজ্ঞানে নৈতিকতা বিষয়ক শিক্ষা দেওয়া উচিত৷ অবশ্য যাঁদের কাছে খ্যাতির মোহটা প্রবল, নীতিশাস্ত্র তাঁদের তেমন সাহায্য করতে পারবে না৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য