জাপানি গ্রান্ড প্রিক্স শিরোপা জিতলেন জার্মানির ফেটেল
১০ অক্টোবর ২০১০সেবাস্টিয়ান ফেটেল রেসের নির্ধারিত ৫৩টি ল্যাপ বা চক্কর শেষ করতে সময় নেন এক ঘন্টা ৩০ মিনিট ২৭ সেকেন্ড৷ তাঁর পরেই ছিলেন স্বদেশী ও রেড বুলের আরেক ড্রাইভার মার্ক ওয়েবার৷ রেসে তৃতীয় হয়েছেন ফেরারির ফার্নান্ডো আলোন্সো৷ এর আগে শনিবার বৃষ্টির কারণে রোববার কোয়ালিফাইং রাউন্ড হওয়ার কথা থাকলেও তা বাতিল করে দেয় আয়োজকরা৷
এদিকে জয়ের পর ফেটেল ছিলেন বেশ উচ্ছ্বসিত৷ তিনি বলেন, এটা একটা দারুণ দিন৷ রেসের শুরুটাই আসল৷ আমি আর ওয়েবার দুজনই ট্র্যাকের ভেতর ছিলাম এবং রেসে আমাদের নিয়ন্ত্রণ বজায় ছিল৷ শেষ পর্যন্ত আমরা নিয়ন্ত্রণ ধরে রাখতে পেরেছি৷
এদিকে রেসের শুরুটি ছিল বেশ ঘটনাবহুল৷ কারণ প্রথম ল্যাপটি শেষ হওয়ার আগেই রেসের ছয়টি গাড়ি দুর্ঘটনায় পড়ে৷ ফলে তাদের বিদায় নিতে হয়৷ এর মধ্যে রয়েছেন ফেরারির ফেলিপ মাসা৷ রেস শুরু হওয়ার পরপরই তাঁর গাড়ি গিয়ে আঘাত হানে ফোর্স ইন্ডিয়ার ভিতানতোনিওর লিউজ্জির গাড়ির সঙ্গে৷ ফলে দুজনই বিদায় নেন৷ এর বাইরে একই কারণে আরও চারটি গাড়ি রেস থেকে ছিটকে পড়ে৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: জাহিদুল হক