1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিপাকিস্তান

জানুয়ারিতে পার্লামেন্ট নির্বাচন পাকিস্তানে

২২ সেপ্টেম্বর ২০২৩

পাকিস্তানের নির্বাচন কমিশন জানিয়েছে, জানুয়ারির শেষ সপ্তাহে দেশটির পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ইমরান খান লড়তে পারবেন কিনা তা জানা যায়নি।

https://p.dw.com/p/4Wfm2
ইমরান খানের ছবি নিয়ে করাচিতে দলের কর্মীদের বিক্ষোভ।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কি এই নির্বাচনে লড়তে পারবেন?ছবি: Asif Hassan/AFP/Getty Images

কমিশন জানিয়েছে, আগামী ৩০ নভেম্বরের মধ্যে নতুন নির্বাচনকেন্দ্রের তালিকা তৈরি হয়ে যাবে।

পাকিস্তানে এখন অন্তর্বর্তী সরকার চালাচ্ছেন  প্রধানমন্ত্রী আলোয়ার-উল-হক কাকার। শাহবাজ শরীফের কাছ থেকে তিনি গত অগাস্টে দায়িত্বভার নিয়েছেন। পর্লামেন্টের মেয়াদও অগাস্টে শেষ হয়ে গেছে। নিয়ম অনুযায়ী, পাকিস্তানে এরপর অন্তর্বর্তী সরকারই দেশ চালায়।

রাজনৈতিক অস্থিরতা

পাকিস্তানে ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। উপহার-কেলেঙ্কারিতে ইমরানের তিন বছর জেল হওয়ার পর পরিস্থিতির বেশি অবনতি ঘটে।

ইসলামাবাদ হাইকোর্ট জানিয়েছে, উপহার কেলেঙ্কারি মামলায় ইমরানের জেলে থাকতে হবে না। তারপরও তিনি জেল থেকে ছাড়া পাননি। কারণ, তার বিরুদ্ধে অন্য অভিযোগও আছে। অ্যমেরিকায় পাকিস্তানের রাষ্ট্রদূত যে গোপন বার্তা পাঠিয়েছিলেন, তা ফাঁস করে দেয়ার মামলাও আছে তার বিরুদ্ধে৷

ইমরান খানের দণ্ড নিয়ে যা বলছেন পাকিস্তানীরা

গত কয়েক মাসে সরকার ইমরানের তেহরিক-ই-ইনসাফ পার্টির কয়েক হাজার নেতা-কর্মীকে আটক করেছে।

প্রশ্ন হলো, ইমরান এই নির্বাচনে কি লড়তে পারবেন? এর কোনো স্পষ্ট জবাব পাওয়া য়ায়নি। ইমরান লড়তে পারবেন কি না, তা নির্বাচন কমিশনও জানায়নি। তবে তার দল লড়বে। তারাই পাকিস্তান মুসলিম লিগের অন্যতম প্রধান বিরোধী।

গত কয়েক বছর ধরে পাকিস্তানের অর্থনীতি ভয়ংকর চাপে আছে। সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সম্প্রতি বলেছেন, ভারত যখন চাঁদে যাচ্ছে, পাকিস্তান তখন ভিক্ষা করছে।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)