জাতিসংঘের ত্রাণ সংস্থা নিষিদ্ধে আইন পাস করলো ইসরায়েল
৩০ অক্টোবর ২০২৪ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলায় ইউএনআরডব্লিউএ-র কয়েক হাজার কর্মীর মধ্যে কয়েকজন জড়িত ছিলেন৷
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, ‘‘ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ইউএনআরডব্লিউএ কর্মীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে৷''
ইউএনআরডব্লিউএ-র প্রধান ফিলিপ লাজারিনি জানিয়েছেন, ইসরায়েলের সংসদের এই সিদ্ধান্ত জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থি৷ তিনি বলেন, ‘‘ফিলিস্তিনি শরণার্থীদের মানব-উন্নয়ন সহায়তা প্রদানে ইউএনআরডব্লিউএ-র ভূমিকাকে অবৈধ করতে এবং এটিকে কলঙ্কিত করতে ধারাবাহিক প্রচারণার সর্বশেষ এটি৷''
ইসরায়েল সংসদে এমন একদিন এই আইন পাস করা হলো যখন ইসরায়েলি ট্যাংক উত্তর গাজার আরো গভীরে অভিযান পরিচালনা করেছে৷ সেখানে একলাখের মতো মানুষ আটকা পড়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের জরুরি সেনা কর্তৃপক্ষ৷ ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, সেখানে হামাস জঙ্গিরা যাতে আবারও জড়ো হতে না পারে সেজন্য অভিযান পরিচালনা করা হয়েছে৷
ইসরায়েলের সেনাবাহিনী আরো জানিয়েছে যে জাবেলিয়া ক্যাম্পের এক হাসপাতালে অভিযান চালিয়ে একশোর মতো সন্দেহভাজন জঙ্গিকে আটক করা হয়েছে৷ তবে হামাস এবং চিকিৎসকরা সেখানে কোনো জঙ্গি উপস্থিত ছিল না বলে জানিয়েছে৷
গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার সেখানে ইসরায়েলি বিমানহামলায় অন্তত ১৯ ব্যক্তি নিহত হয়েছেন৷
এআই/এসিবি (রয়টার্স)