জাতিসংঘে বৈঠকের সময় ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবি
১৮ জুলাই ২০২৪জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এর্দানের বিবৃতির পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বক্তব্য দেওয়া শুরু করলে তখন ঐ দুই নারী চিৎকার করে জিম্মিদের মুক্তি দাবি করেন৷ নিউইয়র্কে জাতিসংঘ ভবনের ভেতরে বিক্ষোভের ঘটনা বিরল৷
১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের জুলাই মাসের সভাপতি রাশিয়া৷ তাই লাভরভ বৈঠকটি পরিচালনা করছিলেন৷ বিক্ষোভকারীরা চিৎকার শুরু করলে লাভরভ তাদের উদ্দেশে বলেন, ‘‘আমি বুঝতে পারছি না, আরেকটু স্পষ্ট করে বলুন৷ আপনারা কী চান সেটা আপনাদের মধ্যে একজন স্পষ্ট করে বলতে পারেন৷ মনে হচ্ছে, আপনারা তা করতে চান না, ঠিক আছে৷’’
এরপর জাতিসংঘের নিরাপত্তা কর্মীরা কালো পোশাক পরা ঐ দুই নারীকে বৈঠকস্থল থেকে চলে যেতে বললে তারা চলে যান বলে জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন৷
এই বিষয়ে জানতে তাইলে জাতিসংঘের ইসরায়েলের মিশন তৎক্ষণাৎ কিছু জানায়নি৷
গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে সন্ত্রাসী হামলা করে৷ এতে ১,২০০-র মতো মানুষ প্রাণ হারান৷ প্রায় আড়াইশ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়৷
এর জবাবে ইসরায়েল গাজায় অভিযান শুরু করলে এখন পর্যন্ত প্রায় ৩৯ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে৷
জেডএইচ/এসিবি (রয়টার্স)