1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলবায়ু পরিবর্তনের শিকার নারী

আরাফাতুল ইসলাম১০ ডিসেম্বর ২০১৫

জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের অন্যান্য আরো কিছু দেশের মতো বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, নারীরা এর ফলে বেশি ক্ষতির শিকার হচ্ছেন৷ তবে ঘুরেও দাঁড়াচ্ছেন তাঁরা৷

https://p.dw.com/p/1HL6U
Bangladesch Klimaflüchtlinge Slum Dhaka
ছবি: Getty Images/AFP/M. uz Zaman

২০০৭ সালে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আঘাত হানে সাইক্লোন সিডর৷ এতে প্রাণ হারান অসংখ্য মানুষ৷ আহত অনেকে, সম্পদ হারিয়ে নিঃস্ব মানুষের সংখ্যাও কম নয়৷ সেই সিডরের সময়কার দু'টি ঘটনা আমাকে এখনও নাড়া দেয়৷

সিডরের পরপরই আমি ত্রাণ নিয়ে এবং পরবর্তীতের পেশার খাতিরে দক্ষিণাঞ্চলে যাই৷ প্রলয়ংকরী সাইক্লোন সুন্দরবন সংলগ্ন স্বরনখোলা এলাকাকে কার্যত মাটিতে মাটিতে মিশিয়ে দিয়ে যায়৷ সেই গ্রামে যখন যাই, তখনও সেখানকার ছোট খালে মরদেহ ভাসছিল, খেতের মধ্যে পাওয়া যাচ্ছিল মরদেহ৷ সেসময় এক নারীর সঙ্গে কথা হয় যিনি তাঁর দুই সন্তানকে বাঁচিয়েছিলেন একটি গাছের সহায়তায়৷

আরেক নারীর কথা শুনেছি, তবে তাঁকে দেখিনি৷ সিডরের সময় তিনি ছিলেন পটুয়াখালীর কলাগাছিয়া নামক একট দ্বীপে৷ দ্বীপটির একপাশে সমুদ্র, আরেকপাশে বড় নদী৷ জোয়ারের সময় সেটির একটি বড় অংশ তলিয়ে যায়৷ নিরাপত্তা বলতে দ্বীপের একপাশে কিছু গাছপালা৷ সিডরের রাতে সেই নারী তাঁর ছোট ছেলেকে নিয়ে ভেসেছেন প্রায় ১৫ কিলোমিটার পানি পথ৷ ছেলের বয়স পাঁচ বছরের মতো৷ সে আমাকে জানায়, তাঁর মা পুরোটা পথে একবারও ছেলের হাত ছাড়েননি৷ এক পর্যায়ে তীরের সন্ধান পেলে ছেলেকে ধাক্কা দিয়ে পারে তুলে দেন তিনি৷ সকালে উদ্ধারকর্মীরা ছেলেটিকে যেখানে পেয়েছিল, তার কাছেই পাওয়া গিয়েছিল তাঁর মায়ের লাশ৷

DW Bengali Arafatul Islam
আরাফাতুল ইসলাম, ডয়চে ভেলেছবি: DW/Matthias Müller

একজন নারী একজন মা৷ আমাদের সমাজে সংসার আগলে রাখার দায়িত্বটাও কার্যত তিনিই পালন করেন৷ জলবায়ু পরিবর্তনের কারণে তারা কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে জানানো হয়েছে৷ ঢাকায় নরওয়ের রাষ্ট্রদূতের বাসভবনে আয়োজিত ‘নলেজ শেয়ারিং অন জেন্ডার অ্যান্ড ক্লাইমেট চেইঞ্জ' শীর্ষক অনুষ্ঠানে জানানো হয়, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সবাই ক্ষতিগ্রস্ত হলেও নারীর ক্ষতির ধরন ও মাত্রা অন্যদের তুলনায় অনেক বেশি৷ একটি গবেষণা প্রতিবেদনের বরাতে সেখানে উল্লেখ করা হয় যে, ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর অনেক পুরুষ জীবিকার তাগিদে অন্যত্র চলে যাচ্ছেন৷ ফলে সংসারের চাপ আরো বেশি নিতে হচ্ছে নারীকে৷ তাঁদের শুধু সংসার সামলানো নয়, অর্থ উপার্জনের পথও ভাবতে হচ্ছে৷

এ কথা ঠিক, জলবায়ু পরির্বতনের কারণে তাঁর পরিবার যখন ক্ষতির শিকার হচ্ছেন, তখন তিনি বসে থাকবেন – এমনটা নারী আশা করেন না৷ ডয়চে ভেলের একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করেছে এই নিয়ে, যেখানে দেখানো হয়েছে কীভাবে বাংলাদেশের নারীরা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভূমিকা রাখছেন৷ দেখুন এখানে:

Women in Bangladesh fight climate change

আমার মনে হয়, জলবায়ু পরিবর্তনের ক্ষতি ঠেকাতে যেসব বিকল্প আছে তা নারীদের জানাতে আরো উদ্যোগ নিতে হবে৷ তাঁদের হাতে অর্থ উপার্জনের মাধ্যম তুলে দিতে হবে, নিশ্চিত করতে হবে আরো বেশি স্বাধীনতা৷

বন্ধু, আপনার মত কী? জানিয়ে দিন নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান