1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জরুরী অবস্থার মধ্যেই জাতীয় নির্বাচন করবে সরকার

হারুন-উর-রশীদ স্বপন৭ আগস্ট ২০০৮

স্থানীয় সরকার নির্বাচন সফলভাবে করতে পারায় জরুরী অবস্থার মধ্যে নির্বাচন আয়োজন নিয়ে দৃঢ় অবস্থানে যাচ্ছে সরকার৷ রাজনীতিবিদদের বিরোধীতা এবং আন্তর্জাতিক মহলের আবেদনকে তেমন আমলে নিচ্ছে না সরকার৷

https://p.dw.com/p/EsTm
বাংলাদেশ সেনাবাহিনী (ফাইল ফটো)ছবি: AP

৪ঠা আগষ্ট স্থানীয় সরকার নির্বাচনের পরদিন উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান জরুরী অবস্থার মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের ইঙ্গিত দেন৷

এরপর ইউরোপীয় ইউনিয়ন জানায়, জরুরী অবস্থার মধ্যে নির্বাচন হলে তারা কোন পর্যবেক্ষক পাঠাবে না৷ ইউরোপীয় ইউনিয়নের এই বক্তব্যের একদিন পর বৃহষ্পতিবার স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বলেছেন, জরুরী অবস্থার মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে৷ স্থানীয় সরকার নির্বাচন প্রমান করেছে জরুরী অবস্থার মধ্যে ভোট দিতে ভোটাররা স্বাচ্ছন্দ বোধ করেন৷ কোন প্রার্থী এখনো অভিযোগ করেনি যে, জরুরী অবস্থায় তাদের অসুবিধা হয়েছে৷ নির্বাচনের সময় জরুরী অবস্থা যতটুকু প্রয়োজন ততটুকু শিথিল করা যেতে পারে৷

অন্যদিকে, জরুরী অবস্থার মধ্যে এই নির্বাচনেও দুন অভিযোগে অভিযুক্ত কারাগারে আটক বেশ কয়েকজন নির্বাচিত হয়েছেন৷ তাদের মধ্যে সিলেটে মেয়র পদে নির্বাচিত বদরুদ্দিন আহমেদ কামরান অন্যতম৷ এদের নিয়ে সরকার বিব্রতকর অবস্থায় রয়েছে৷ স্বরাষ্ট্র উপদেষ্টা আবদুল মতিন বলেছেন, তারা নির্বাচিত হলেও তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে৷ তাদের মুক্তির ব্যাপারে আদালতই সিদ্ধান্ত দেবে৷

এদিকে দুর্নীতির অভিযোগে কারাগারে আটক নির্বাচিতদের মুক্তির দাবি তুলেছেন বিভিন্ন মহল৷

হারুন উর রশীদ স্বপন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য