1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব: মির্জা ফখরুল

১৫ ফেব্রুয়ারি ২০২৪

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘‘বাংলাদেশে ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকারের জন্য মানুষ সংগ্রাম করছে৷ আমরা জনগণের বিজয় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব৷''

https://p.dw.com/p/4cQrb
গত ১৮ ডিসেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আদালতে নিয়ে যাওয়া হয়
বিএনপিসহ গণতন্ত্রকামী সব দলের মনোবল অটুট আছে শক্ত আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরছবি: MOHAMMAD PONIR HOSSAIN/REUTERS

আজ বিকেল ৩টা ৩৫ মিনিটে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান মির্জা ফখরুল৷ জামিনে কারামুক্ত হয়ে তিনি বলেন, ‘চলমান আন্দোলনে বাংলাদেশের জনগণ জয়ী হবে৷ ৭ জানুয়ারির একপক্ষীয় নির্বাচন করে সরকারই ক্ষতিগ্রস্ত হয়েছে’ দাবি করে তিনি বলেন, ‘‘এতে বিএনপির কোনো ক্ষতি হয়নি, আন্দোলনের কোনো ক্ষতি হয়নি৷ আমরা ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন চালিয়ে যাব৷’’

একই সময়ে কারামুক্ত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘‘বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছে৷ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সফল না হওয়া পর্যন্ত বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে৷’’

তিনি বলেন, ‘‘বাংলাদেশের মানুষ নির্বাচনে গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছে৷ তারা (আওয়ামী লীগ) আজকে ক্ষমতা দখল করেও পরাজিত হয়েছে৷ যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, তাদের থেকে ক্ষমতা ফিরিয়ে জনগণকে দিতে হবে৷ তারা বাংলাদেশের মানুষের অধিকার কেড়ে নিয়ে, জোর করে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করেছে৷ দেশের মানুষ তাদেরকে (আওয়ামী লীগ) প্রত্যাখ্যান করেছে৷ তারা নৈতিকভাবে পরাজিত হয়েছে নির্বাচনে৷’’

বিএনপি নেতাদের ‘অন্যায়ভাবে’ জেলে রাখা হয়েছে দাবি করে তিনি আরও বলেন, ‘‘বিএনপিসহ গণতন্ত্রকামী সব দলের মনোবল অটুট আছে শক্ত আছে৷’’

এপিবি/কেএম (ডেইলি স্টার বাংলা)