জটিল সংকট, ক্ষমতার ভারসাম্য ও নিরীহ মানুষ
১৫ এপ্রিল ২০১৫সাংবাদিক ও মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ব্রায়ান উইটেকার ইয়েমেনে ইরানের ভূমিকা প্রসঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর একটি রিপোর্ট তুলে ধরেছেন৷
মানবাধিকার অ্যাক্টিভিস্ট নাসরিন আগাজানি মনে করেন, গোটা অঞ্চলে ইরান অত্যন্ত সক্রিয় হয়ে উঠছে৷ এই প্রেক্ষাপটে আরও শক্তিশালী আঞ্চলিক নেতৃত্বের প্রয়োজন আছে কি? – এই প্রশ্ন তুলেছেন তিনি৷
এলেনা সিমিচ ও কনস্টান্টিন নভিকভ-এর মতো অনেকে মনে করেন, জাতিসংঘের প্রস্তাব নয় – একমাত্র আঞ্চলিক স্তরে বোঝাপড়াই ইয়েমেন যুদ্ধ বন্ধ করতে পারে৷
আরও বিস্তারিতভাবে আঞ্চলিক শক্তিগুলির ক্ষমতার ভারসাম্যের প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন আরেক টুইটার ব্যবহারকারী৷ তাঁর মতে, ইরান মাথাচাড়া দিলে যদি সৌদি আরবের ওয়াহাবিদের আধিপত্য নিয়ন্ত্রণ করা যায়, তাতে মন্দ কী?
আন্তর্জাতিক রেড ক্রসের মহাপরিচালক ইভ দাকর ইয়েমেনের নিরীহ মানুষের অবস্থার প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন৷ তাঁর মতে, যাবতীয় ঝুঁকি সত্ত্বেও তাদের কাছে মানবিক সাহায্য পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি৷
আরেক টুইটার ব্যবহারকারীও ইয়েমেনের নিরীহ মানুষের অবস্থার প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন৷
সংকলন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: জাহিদুল হক