1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জঙ্গিবিরোধী অভিযানে ফিলিপাইন্সে নিহত ৮

৩ ফেব্রুয়ারি ২০১৯

নিহতদের অন্তত পাঁচ জন সেনাবাহিনীর সৈনিক৷ অপর তিন জন জঙ্গি সংগঠন আবু সায়াফ-এর সদস্য বলে জানা গেছে৷

https://p.dw.com/p/3Cddn
ছবি: picture-alliance/ZUMA Wire/Pacific Press/S. Dacalanio

একটি ক্যাথিড্রালে বোমা হামলায় ২৭ জন নিহত হওয়ার পর ফিলিপাইন্সের দক্ষিণাঞ্চলে এ অভিযান শুরু করেছে সেনাবাহিনী৷

গভীর জঙ্গলে জঙ্গি আস্তানার খোঁজে এ অভিযানে সেনাবাহিনীর সঙ্গে বেশ কয়েক দফা সংঘর্ষ হয়েছে জঙ্গিদের৷ এ অভিযান জঙ্গি ঘাঁটি নির্মূল করার আগ পর্যন্ত চলবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷

২৭ জানুয়ারি সুলু প্রদেশের রাজধানী জলোতে আওয়ার লেডি অব মাউন্ট কারমেল ক্যাথিড্রালে দুই আত্মঘাতি জঙ্গি বোমা হামলা চালায়৷ সেই হামলায় ২৭ জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হন

হামলায় অংশ নেয়া দুইজন স্বামী-স্ত্রী বলে জানা গেছে৷ আত্মঘাতী হামলাকারীরা তথাকথিত ইসলামি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের প্রতি আনুগত্য প্রকাশ করা আবু সায়াফ জঙ্গি গোষ্ঠির সদস্য বলে জানিয়েছেন তদন্তকারীরা৷

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলাকারীরা ইন্দোনেশিয়ার নাগরিক ছিলেন৷ তবে ইন্দোনেশিয়ার সরকার এখনো এ তথ্য নিশ্চিত করতে পারেনি৷

ক্যাথলিক-সংখ্যাগরিষ্ঠ দেশটিতে এই হামলা নতুন করে ভীতি সৃষ্টি করেছে৷ দেশজুড়ে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে৷ বিভিন্ন গির্জা, শপিং মলে দেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা৷

ফিলিপাইন্সের প্রেসিডেন্ট আবু সায়াফকে নির্মূল করার ঘোষণা দিয়েছেন৷ গত শতাব্দীর ৯০-এর দশক থেকে নানা সময়ে বোমা হামলা, অপহরণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আবু সায়াফ৷ ইরাক ও সিরিয়ায় আইএস বিশাল ভূখণ্ড দখলে নেয়ার পর, আবু সায়াফ তাদের প্রতি আনুগত্য প্রকাশ করে৷

মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দ্বীপ সুলুতে জঙ্গি আস্তানায় বিমান হামলাও শুরু করেছে ফিলিপাইন্সের বিমানবাহিনী৷ দ্বীপটি দীর্ঘদিন ধরে আবু সায়াফের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত৷

২০০০ সালে ১,২৫০ সদস্য থাকলেও এখন তাদের মাত্র ৩শ' থেকে ৪শ' সদস্য আছে বলে ধারণা করা হয়৷

এডিকে/এসিবি (এপি, এএফপি)