ছয় জঙ্গিকে হঠাতে সময় লাগল ১৬ ঘণ্টা!
২৩ মে ২০১১যেভাবে হামলা
রবিবার গভীর রাতে মাত্র ছয়জন জঙ্গি করাচি'র নৌ-ঘাঁটিতে হামলা চালায়৷ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক জানিয়েছেন, ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়বে না এমন একটি স্থানের কাঁটাতারের বেড়া কেটে নৌ-ঘাঁটিতে প্রবেশ করে জঙ্গিরা৷ তাদের পরনে ছিল কালো পোশাক৷ নৌ-ঘাঁটিতে প্রবেশের পর শুরু হয় জঙ্গিদের তাণ্ডবলীলা৷ রকেট চালিত গ্রেনেড ব্যবহার করে কয়েকটি যুদ্ধ বিমান ধ্বংস করে তারা৷ এর মধ্যে কয়েক লক্ষ মার্কিন ডলারে কেনা দু'টি অত্যাধুনিক যুদ্ধ বিমানও রয়েছে৷ এই হামলার ধরন অনেকটা ২০০৯ সালের অক্টোবরের মতোই৷ তখন পাকিস্তানের রাওয়ালপিন্ডি'র সেনা সদরে হামলা চালিয়েছিল জঙ্গিরা৷ তাতে বেশ কয়েকজন নিহত হয়েছিল৷
প্রাণহানি
সোমবার সন্ধ্যা পর্যন্ত যা খবর, তাতে জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছে কমপক্ষে দশ সেনা সদস্য৷ আহত ১৫ জন৷ এছাড়া দুই তালেবান জঙ্গি নিহত হয়েছে, আরেক জঙ্গি আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে৷ দু'জন আবার অভিযান শেষে পালিয়েও গেছে৷ অপর এক জঙ্গি ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ তবে রেহমান মালিক জানিয়েছেন, হামলায় বিদেশি কোন নাগরিক হতাহত হয়নি৷ জঙ্গিদের হানার সময় নৌ-ঘাঁটিতে ১৭ বিদেশি নাগরিক ছিলেন৷ এদের মধ্যে ১১ জন চীনা৷ তাদের সবাই নিরাপদ আছেন বলে উল্লেখ করা হয়েছে৷
তালেবানের দায় স্বীকার
বিন লাদেনকে হত্যার প্রতিশোধ নিতে এই হামলা, জানিয়েছে তালেবান৷ পাকিস্তানে তালেবানের মুখপাত্র এহসানুল্লাহ এহসান বলেছে, এই হামলা প্রমাণ করছে, আমরা এখনো সংঘবদ্ধ এবং শক্তিশালী আছি৷ এদিকে, মাত্র ছয়জন জঙ্গিকে হঠাতে ১৬ ঘণ্টা সময় লাগার বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়েছে৷ পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা অবশ্য জানিয়েছেন, নৌ-ঘাঁটিতে অনেক মূল্যবান সম্পদ থাকায় অত্যন্ত সতর্কতা এবং বুদ্ধিমত্তার সাথে শত্রুর মোকাবিলা করা হয়েছে৷
উল্লেখ্য, গত ২ মে পাকিস্তানের অ্যাবেটাবাদে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে নিহত হয় আল-কায়দা প্রধান ওসামা বিন লাদেন৷ এই হত্যার প্রতিশোধ নিতে ইতিমধ্যে পাকিস্তানে একাধিক জঙ্গি হামলা চালিয়েছে তালেবান৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক