1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছুটি বাড়ছে আরো ১০ দিন

২২ এপ্রিল ২০২০

করোনা-সংকট আরো বাড়ছে৷ তাই সংক্রমণ এড়াতে সবার ঘরে থাকা নিশ্চিত করতে ৫ মে পর্যন্ত ছুটি বাড়াচ্ছে সরকার৷

https://p.dw.com/p/3bFnh
ছবি: DW/Harun Ur Rashid Swapan

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বুধবার ডয়েচে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান৷

তিনি বলেন, ‘‘২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ছুটি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে৷ বৃহস্পতিবার সকালে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে৷’’

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত প্রথম দফায় অফিস-আদালত বন্ধ ঘোষণা করেছিল সরকার৷ পরে কয়েক দফায় তা বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত করা হয়৷

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার ১৭ মার্চ থেকে বন্ধ৷ ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও করোনার কারণে সেগুলোও স্থগিত করা হয়৷

এসিবি/জেডএইচ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য