‘ছাত্রলীগের নেতৃত্ব কাউকে মারধরের নির্দেশ দেয়নি'
১০ জুন ২০২২ডয়চে ভেলের সাপ্তাহিক টকশো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়' অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন৷ সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ডে গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানসহ কয়েকজনের ওপর ছাত্রলীগের কর্মীদের হামলার অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এ মন্তব্য করেন৷ তিনি বলেন, ‘‘এর আগে পেট্রোল বোমা হামলার সময় আমরা দেখেছি জয় বাংলা শ্লোগান দিয়ে হামলা করতে৷''
আওয়ামী লীগ ও ছাত্রলীগকে কলুষিত করতে এমন অভিযোগ করা হয় বলে দাবি তার৷
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের কর্মীদের ওপর সম্প্রতি দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলার বিষয়ে তিনি বলেন, ‘‘যখন পঁচাত্তরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার শ্লোগান দেয়া হয়, তখন কেউ কেউ সংক্ষুব্ধ হতেই পারে৷ তখন সেটা নিয়ন্ত্রণ করা কঠিন৷''
অনুষ্ঠানে আরো ছিলেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর৷ তিনি অভিযোগ করেন, কোন ঘটনা ঘটলে, হামলা করা হলে শুধু ছাত্রলীগ নয়, বর্তমান সরকারের নেতৃবৃন্দরাও অস্বীকার করেন৷ তিনি বলেন, ‘‘এমন ঘটনার বিচার তো দূরের কথা, ছাত্রলীগের এসব কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয়া হয়৷''
সীতাকুণ্ডে সাকিসহ অন্যরা হাসপাতালের কাজ ব্যাহত করছিলেন এমন অভিযোগের জবাবে তিনি বলেন, যদি কেউ কোথাও নিয়মভঙ্গ করে, তাহলে তার জন্য কর্তৃপক্ষ রয়েছে৷
‘‘ছাত্রলীগকে কেউ দায়িত্ব দেয় নাই, কারো ওপর হামলা করার,'' বলেন নূর৷
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মীদের অনুদান ও শুভাকাঙ্খীদের অনুদান দিয়ে তার দল চলে৷ অভিযোগ করেন, ডিবিসহ সরকার প্রতিষ্ঠানগুলোর হস্তক্ষেপের কারণে মানুষ অর্থ দিতে ভয় পায়৷
‘‘যারা আমাদের সহযোগিতা করবে, তা করতে তারা ভয় পায়৷ সরকার মানুষের হোয়াটসঅ্যাপ মেসেজসহ বেডরুম পর্যন্ত অ্যাকসেস আছে,'' বলেন তিনি৷
ভিন্নমতের ওপর আওয়ামী লীগ ও বিএনপি কোন দলেরই সহনশীলতা নেই, বলে মন্তব্য করেন তিনি৷
এআই/জেডএ